Bangla News Dunia, সমরেশ দাস : – গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পরই চাঙ্গা হল শেয়ার বাজার ৷ বোম্বে শেয়ার বাজার(BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) – দুই জায়গাতেই ২ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গেছে ।
বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক ৬৩৭.৪৯ বেড়ে ৩২,০০৮ পয়েন্টে বন্ধ হয়েছে এবং নিফটি-র শেয়ার সূচক ১৮৮.০৫ পয়েন্ট বেড়ে ৯,৩৮৩.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর বিনিয়োগকারীরা আস্থা পেয়েছেন ও তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন । গতকাল সারাদিন শেষে লাভ করেছেন প্রায় ২ লক্ষ্য কোটি টাকা ।
বুধবার বাজারে বেশ কয়েকটি ক্ষেত্রে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৷ তার মধ্যে গাড়ি নির্মাণ, ব্যাঙ্ক নিফটি, আইটি, ধাতব পণ্য, তেল এবং গ্যাস, রাষ্ট্রাত্ত্ব সংস্থা, প্রযুক্তি ক্ষেত্র, ভোগ্যপণ্য, মূলধনি পণ্য ৷ সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে ব্যাংকের শেয়ার দামে ।
আরো পড়ুন : – ফের অনুভূত হলো কম্পন , আবার ভূমিকম্প হলো নেপালে
যে শেয়ারগুলি থেকে বিনিয়োগকারীরা বুধবার সবথেকে বেশি লাভবান হয়েছেন, সেগুলি হলো অ্যাক্সিস ব্যাঙ্ক, আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, এল অ্যান্ড টি, আলট্রাটেক সিমেন্ট, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ৷ আর কিছু শেয়ার দাম কাল নেমেছে । এফএমসিজি, হেলথ কেয়ার কিছু , এছাড়া নেস্টলে ইন্ডিয়া , সান ফার্মা , ব্রিটানিয়া , হিন্দুস্থান উনিলিভার , টাটা কন্সালটেন্সি সার্ভিসে-র শেয়ার মূল্য নেমে গেছে ।
আরো পড়ুন : – দাউদের সাথে ভারত হামলার ছক লস্কর-ই-তৈবার
মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসই-র মার্কেট ক্যাপ ছিল ১,২২,৬৯,৮৪৪.২৫ কোটি টাকা ৷ সেখানে বুধবার লেনদেন বন্ধ হওয়ার সময় তা বেড়ে হয়েছে ১,২৪,৭০,২৮৭.৭৩ কোটি টাকা ৷ এর ফলে একদিনে বিনিয়োগকারীদের লাভের পরিমাণ বেড়ে হয়েছে ২,০০,৪৪৩.৪৮ কোটি টাকা ৷
Highlights
- গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পরই চাঙ্গা হল শেয়ার বাজার ৷
- বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক ৬৩৭.৪৯ বেড়ে ৩২,০০৮ পয়েন্টে বন্ধ হয়েছে এবং নিফটি-র শেয়ার সূচক ১৮৮.০৫ পয়েন্ট বেড়ে ৯,৩৮৩.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে ৷
- একদিনে বিনিয়োগকারীদের লাভের পরিমাণ বেড়ে হয়েছে ২,০০,৪৪৩.৪৮ কোটি টাকা ৷