Bangla News Dunia, সমরেশ দাস :- বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অভিন্ন অঙ্গ । এটি আমাদের যোগাযোগের যন্ত্র, ব্যাঙ্ক, লাইব্রেরি, সিনেমা হল। কিন্তু শুধু অ্যান্টি ভাইরাস দিয়ে কী স্মার্টফোনকে সুরক্ষিত রাখা সম্ভব? তাই ‘ওয়ার্ড উইজ‘ নিয়ে এসেছে এক নতুন সফটওয়্যার।
অ্যান্টি ও পকেট থেফট : আপনি মনেকরুন আপনার ফোনটা অফিসার ডেস্ক এ রেখে কোথাও গেছেন আর কেও আপনার অবর্তনামে সেটা কে ধরলো তাহলে সেটি বেজে উঠবে ও ফ্রন্ট ক্যামেরা থেকে সেই লোকটির ফটো আপনার রেজিস্টার মেইল ID তে পাঠিয়ে দেবে ।
চার্জ অপসন : কেউ যদি চার্জ অফ করে দেয় বা হাত দেয় আপনি তার সম্বন্ধে জানতে পারবেন ও আপনার ফোন চুরি থেকে আপনাকে রক্ষা করবে ।
সিম কার্ড সিকিউরিটি : যদি আপনি এই ফীচার তা ও করে রেখেদেন তাহলে ফোন চুরি গেলে অন্য আরকোনো সিম আপনার ফোন কেউ বেবহার করতে পারবে না । শুধুমাত্র আপনার সিম তাই ওখানে বেবহার করা যাবে ।
প্রাইভেট ব্রাউজার: আজকের দিনে আপনি গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে যা করছেন তা যে কেউ হ্যাক করতে পারে কিন্তু এখানে একটা প্রাইভেট ব্রাউজার আছে যার মাধ্যমে কিছু করলে কেউ আপনার ডাটা নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না ।
ট্র্যাকিং এবং রিকভারি : এই অপসন টা অন করে রাখলে আপনার ফোন চুরি করে চোর যেখানেই যাক না কেন তার শেষ তিনটি লোকেশন ও তার ফটো সহ আপনার রেজিস্টার মেইল ID তে চলে আসবে ।
ওয়ার্ড উইজ স্পেস : এই সফটওয়্যার কেনা মাত্র আপনি পেয়ে যাবেন ২০ জিবি ক্লাউড স্পেস । এখানে আপনি আপনার ফোন কে সিঙ্ক করে রাখলে আপনার সব ডাটা ওখানে সেভ থাকবে । যদি ফোন চুরি যায় তাহলে আপনি সব ডিলিট ও ফ্যাক্টরি রিসেট পর্যন্ত্য করতে পারবেন ।
আরো পড়ুন : – বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ফেসবুকের
যারা ভাবছেন লক ডাউনের জন্য এরপর কি করবেন তারা ডিস্ট্রিবিউটরশীপ নিয়ে বিশদে জানতে এই নম্বর এ ফোন করুন 9804199264 (উত্তরঃ ২৪ পরগোনা ও কলকাতা) |
Highlights
- মোট ২২ ধরণের বৈশিষ্ঠ্য আছে এই সফটওয়্যারটিতে
- https://play.google.com/store/apps/details?id=com.wardwiz.androidsecurity