ইমিউনিটি  পাসপোর্টের সন্ধানে ব্রিটেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় :- ইমিউনিটি  পাসপোর্টের  সন্ধানে অনেক দেশ অ্যান্টিবডি পরীক্ষা শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এর অনুমোদন দিয়েছে।  ইংল্যান্ড আজ জানিয়েছে যে তারা যে অ্যান্টিবডি পরীক্ষা  শুরু  করেছিল তা সুইস ফার্মাসিউটিক্যাল সংস্থা রোচে তৈরি করেছে। যুক্তরাজ্যের করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রমের প্রধান জন নিউটনের মতে, পরীক্ষাটি অত্যন্ত আশাব্যঞ্জক। অতীতে, অন্যান্য সংক্রমণেও একই রকম পরীক্ষা করা হয়েছিল।

আরো পড়ুন : –উদ্ধারকারী বিমানের তালিকায় নেই কলকাতা

ব্রিটেনে এখন এইরকম ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে যাদের মধ্যে  পাওয়া যাবে ‘ইমিউনিটি পাসপোর্ট ‘। এই ইমিউনিটি পাসপোর্ট   করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তৈরী হওয়া অ্যান্টিবডি। তবে এইসব ব্যক্তিদের মধ্যে কোনো সংক্রমনের লক্ষন ছিল না  বিশ্বের অনেক মানুষের  মধ্যে পাওয়া গেছে এই ইমিউনিটি পাসপোর্ট।  এখন কারোর মধ্যে করোনার অ্যান্টিবডি রয়েছে কিনা তা জানার  জন্য একটি রক্ত ​​পরীক্ষা করা হবে। পাশাপাশি নিউটন এও জানান যে অ্যান্টিবডি টেস্ট  করে দেখা হবে যে  ওই  ব্যক্তি  ভবিষ্যতে সংক্রামিত হলে প্রতিরোধ করতে কতটা সক্ষম হবেন । তবে এটি সংক্রমণের মাত্রার  উপরও নির্ভর করবে। সংক্রমণের মাত্রা বেশি হলে রক্তে উপস্থিত এই অ্যান্টিবডি কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা এই মুহূর্তে স্পষ্ট নয়।

immunity passport

ব্রিটেনে  বর্তমানে ৪০,০০০ এরও বেশি লোক মরণ করোনা ভাইরাসের শিকার হয়েছেন । তবে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন এই পরীক্ষার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন যে এটি একটি “গেম চেঞ্জার” হবে। প্রশাসনের অপর এক কর্মকর্তা বলেছেন, “এই পরীক্ষাটি সংক্রমণ প্রতিরোধে আমাদের একটি পদক্ষেপ”।

আরো পড়ুন : – ‘এক দেশ’ , ‘এক রেশন কার্ড’ , নয়া ব্যবস্থা কেন্দ্রের

তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু জানিয়েছে যে যা কিছু করা হোক না কেন এই মুহূর্তে সারা বিশ্ব থেকে এই  ভাইরাস  সহজে দূর হচ্ছে না। এর সাথে কিভাবে সহাবস্থান করতে হবে  তা বিশ্ববাসীর শেখা দরকার । এইচআইভি  যেমন বিশ্বজুড়ে আছে তেমনি করোনা ভাইরাসেরও থেকে যাওয়ার সম্ভবনা প্রবল। এর ফলে  সারা বিশ্বজুড়ে মানসিক অসুস্থতা  বৃদ্ধির সম্ভবনা তৈরী হয়েছে। এই নিয়ে  জাতিসংঘ প্রবল  আশঙ্কা প্রকাশ করেছে। তাদের মতে এখনই এই নিয়ে চিন্তাভাবনা শুরু করা দরকার। তারা একটি বিবৃতিতে এই প্রসঙ্গে জানিয়েছে যে সমস্ত দেশ গত কয়েকমাস ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে  চিন্তাভাবনা শুরু করলেও এর আগে এই বিষয়ে তেমন চিন্তাভাবনা শুরু হয়নি।

Highlights

  • ইমিউনিটি  পাসপোর্টের সন্ধানে ব্রিটেন
  • এতো সহজে বিশ্ব থেকে দূর হবে না করোনা সংক্রমণ 
  • করোনার কারণে ক্ষতি হতে পারে মানসিক স্বাস্থ্যের 

# করোনা । # অ্যান্টিবডি । # ব্রিটেন 

Bangla News Dunia Desk - Pallab

“ইমিউনিটি  পাসপোর্টের সন্ধানে ব্রিটেন”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন