পুরোনো ওষুধ দিয়েই করোনা মোকাবিলা করতে হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এর ওষুধ ও ভ্যাকসিন নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে নিরন্তর গবেষণা চলছে। কিন্তু এখনো করোনার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি , রিসার্চের স্তরেই আটকে আছে সব। আর করোনার  ওষুধ বাজারে আসাটাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার বলেই মনে করা হচ্ছে। তাই চিকিৎসা বিজ্ঞানীরা পুরোনো ওষুধের ওপরেই নির্ভর করছেন। এর মধ্যে ম্যালেরিয়া ,আর্থাইটিস ইত্যাদি ওষুধ আছে। বর্তমানে পুরানো ২৮ টি ওষুধ নিয়ে রিসার্চ চলছে।

আরো পড়ুন :- সারা বিশ্বে নতুন ১০০ টি প্রতিষেধকের গবেষণা শুরু হয়েছে

এই ২৮ টির মধ্যে ১০ টি ওষুধকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল রেমেডিসিভির। সঙ্গে আছে এজিথ্রোমাইসিন ,হাইড্রোক্সিক্লোরোকুইন ,ফ্যাভিপিরাভির  ইত্যাদি ওষুধ। কলকাতা মেডিকেল কলেজের এক অধ্যক্ষ বলেন -পুরোনো কোনো ওষুধের নতুন ইন্ডিকেশন খোঁজাকে বলে রি -পারপাসিং। আর এছাড়া এই মুহূর্তে আর কোনো উপায়ও নেই ,কেননা কোনো নতুন ওষুধ বাজারে আনতে গেলে বেশ কয়েক বছর সময় লেগে যায় ,যেটা এই মুহূর্তে হাতে নেই। তাই পুরানো ওষুধের ওপরেই চিকিৎসা বিজ্ঞানীদের ভরসা।

আরো পড়ুন :- সমুদ্রের জলস্তর বাড়ার চাঞ্চল্যকর খবর এবারে সামনে এলো

azithromycin

একটা নতুন ওষুধ প্রথমে ইঁদুর ও গিনিপিগের ওপর এবং তারপর মজনুদের শরীরে দিয়ে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখে তবে বাজারে আনতে আর গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে কয়েক বছর লাগে।

সম্ভাবনাময় ওষুধগুলি হল –

রেমেডিসিভির , হাইড্রোক্সিক্লোরোকুইন ,ফ্যাভিপিরাভির ,বিসিজি ভ্যাকসিন কনভেলসেন্ট প্লাজমা , ইভারমেকটিন ইত্যাদি।

Highlights

  • বর্তমানে পুরানো ২৮ টি ওষুধ নিয়ে রিসার্চ চলছে। 
  • এর মধ্যে ম্যালেরিয়া ,আর্থাইটিস ইত্যাদি ওষুধ আছে।
  • এদের মধ্যে উল্লেখযোগ্য হল রেমেডিসিভির।
  • সঙ্গে আছে এজিথ্রোমাইসিন ,হাইড্রোক্সিক্লোরোকুইন ,ফ্যাভিপিরাভির  ইত্যাদি ওষুধ।

  #    করোনা      #  বিজ্ঞান      #  চিকিৎসা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন