Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- অনেক সময় আমরা ঘরকে সুন্দর করে তুলতে ঘরে কিছু অন্দরমহলের বিশেষ বিশেষ গাছ লাগাই। তবে এমন গাছ আছে যে গাছ গুলো দেখতে সুন্দর হলেও বাস্তবে সুন্দর নয়। অর্থাৎ সেই সকল গাছ ঘরের শান্তি কেড়ে নেয়। চলুন জেনে নেওয়া যাক কি সেই গাছগুলি, যা বাড়িতে লাগানো উচিত নয়।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
ক্যাকটাস গাছ – শাস্ত্র অনুসারে বাড়িতে ক্যাকটাস গাছ লাগাবেন না। বা কাঁটা গাছ লাগাবেন না। কারণ ঘরে কাঁটা গাছ থাকলে বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে। এতে বাড়িতে কলহ ও অশান্তিও বাড়ে।
মেহেন্দি গাছ – মেহেন্দিকে শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভ কাজে মেহেন্দি ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে মেহেন্দি গাছ লাগানো উচিত নয়। মেহেন্দি শুভ তবে মেহেন্দি গাছ শুভ নয়।
বাবলা গাছ – বাড়িতে বাবলা গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে এই গাছ রাখলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যেহেতু এই গাছে কাঁটা আছে তাই তা নেতিবাচক শক্তির সৃষ্টি করে।
তেঁতুল গাছ – বাস্তুশাস্ত্র অনুসারে , বাড়িতে তেঁতুল গাছ লাগালে পরিবারের সদস্যদের সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। পাশাপাশি তেঁতুল গাছ ঘরের অগ্রগতি বন্ধ করে দেয়। এছাড়াও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপরও এর খারাপ প্রভাব পড়ে। সর্বদা একই পরিবারের সদস্যদের মধ্যে সামান্য জিনিস নিয়ে বিবাদ তৈরি হয়। ফলে বাড়িতে তেতুল গাছ লাগাবেন না।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)