ZOMATO-র পথে হাঁটলো SWIGGY , ১১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে এই সংস্থা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনার জেরে এখন গোটা বিশ্বজুড়েই অধিকাংশ সংস্থার ব্যবসা একদম গিয়ে থেকেছে তলানিতে । খুব কম সংখ্যক ব্যবসা আছে যারা নাকি কিছু করছে তা ছাড়া সবাই প্রায় আগের জমানো থেকেই চালাচ্ছে বা তার কর্মীদের দেখছে । প্রতিটা সংস্থার লক্ষ্য লক্ষ্য কোটি কোটি টাকা  চলছে । যারমধ্যে খাবার সরবরাহ করা খুব প্রচলিত ZOMATOSWIGGY রয়েছে ।

লকডাউন হবার জন্য সমস্ত হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ , আর মানুষ বাড়িতে বন্ধ । কিন্তু চাইলেও কেউ বাইরের খাবার আন্তে পারছে না , অগত্যা সবাই কে বাড়িতে বাড়ির তৈরী খাবার খেতে হচ্ছে । আর আর ফলে এই ফুড ডেলিভারি অ্যাপ সংস্থাগুলি পড়েছে প্রচুর পরিমানে লোকসানের পথে । তাই তারা একপ্রকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ।

আরো পড়ুন :- ২১ মে থেকে খুলবে সব বড় দোকান , ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার সুইগির তরফে জানানো হয়, আগামী কয়েকদিনের মধ্যেই ১১০০ জন কর্মী ছাঁটাই করছে তারা ৷ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও শ্রীহর্ষ মাজেতি একটি ইমেল মারফত সংস্থার কর্মীদের এই খবর জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘ আজকের দিনটা সুইগির জন্য অত্যন্ত খারাপ একটা দিন ৷ খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সংস্থা ৷ ’’

সুইগির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃসময়ে প্রায় ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে সংস্থা ৷ যাদের চাকরিতে রাখা হবে না, তাদের তিন মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা ৷

Highlights

  • প্রতিটা সংস্থার লক্ষ্য লক্ষ্য কোটি কোটি টাকা  চলছে । যারমধ্যে খাবার সরবরাহ করা খুব প্রচলিত ZOMATO ও SWIGGY রয়েছে
  • সোমবার সুইগির তরফে জানানো হয়, আগামী কয়েকদিনের মধ্যেই ১১০০ জন কর্মী ছাঁটাই করছে তারা
  • সুইগির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃসময়ে প্রায় ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে সংস্থা ৷ যাদের চাকরিতে রাখা হবে না, তাদের তিন মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা 

#Jobs     

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন