Bangla News Dunia, সমরেশ দাস :- এটা প্রথম নয় , করোনার জেরে সারাবিশ্ব জুড়ে লকডাউন হওয়াতে অনেক ব্যবসাতে ক্ষতি হয়েছে চরম । যার মধ্যে একটি হলো চলচ্চিত্র ও প্রেক্ষাগৃহ । তাই প্রযোজকরা বেঁচে নিয়েছেন অনলাইন টেলেকাস্টিং কে । আর আর আর নাম করলে নেক্সফ্লিক্স , আমাজন প্রাইম , জী ৫ , হটস্টার আর মতো সব বড় বড় অনলাইন টেলেকাস্টিং সংস্থা এগিয়ে এসেছে ।
প্রথম এক্সট্রাকশন , মিসেস সিরিয়েল কিলের , এবারে আস্তে চলেছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’ এবার ‘গুমকেতু’-ও অনলাইনে বিক্রি হয়ে গেল। এই ভাবে চলচ্চিত্র অনলাইন এ বিক্রি হওয়া নিয়ে রাগিনী খান্না বলেছেন যে ‘সকলে বলছেন ফিচার ফিল্ম এইভাবে ওয়েবে বিক্রি হয়ে যেতে কখনও দেখেননি। আমরা তো আগে লকডাউনও দেখিনি, তাই না? আর একটা কথা বলুন, খালি সিনেমা হলে ছবি চালিয়ে কী হবে। তার চেয়ে এটা ভাল না, ছবিটা মানুষ দেখতে পারবেন।’
আরো পড়ুন :- মুক্তি পেলো হলিউড ছবি এক্সট্রাকশন
যেহেতু চারিদিকে সমস্ত কিছু বন্ধ কেউ কোথাও যেতে পারছেন না , সেখানে সিনেমা হলে মানুষ কি করে যাবে । অনলাইন এ চব যদি বিক্রি হয় আর তা দেখানো হয় তাতে মানুষের এত আপত্তি কোথায় । যারা এত আপত্তি জানাচ্ছেন তারা এত কিছু না করে বরং ওষুধ বের করুন না , তাহলেই সবাই বার আগের মতো বেরোতে পারবে ।
সবার একটা কথা বোঝা উচিত আমরাও চাই সিনেমা হলে আমাদের ছবিগুলো চলুক কিন্তু যখন যেমন তখন তেমন ভাবেই চলতে হবে আমাদের । আর তা ছাড়া এটা মাথায় রাখা উচিত যে একটি ছবি বানাতে প্রচুর টাকা ধার করতে হয় অনেককে , সেটা কথা থেকে আসবে ।
Highlights
- এটা প্রথম নয় , করোনার জেরে সারাবিশ্ব জুড়ে লকডাউন হওয়াতে অনেক ব্যবসাতে ক্ষতি হয়েছে চরম
- প্রথম এক্সট্রাকশন , মিসেস সিরিয়েল কিলের , এবারে আস্তে চলেছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’ এবার ‘গুমকেতু’-ও অনলাইনে বিক্রি হয়ে গেল
- সবার একটা কথা বোঝা উচিত আমরাও চাই সিনেমা হলে আমাদের ছবিগুলো চলুক কিন্তু যখন যেমন তখন তেমন ভাবেই চলতে হবে আমাদের