রাজ্যে করোনা সংক্রমণের খোঁজ চলছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   সারা রাজ্য তথা দেশ জুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে  গত ২৩ মার্চ থেকে লকডাউন চলছে ,কিন্তু তবু এখনো অবদি সংক্রমণ পুরোপুরি ঠেকানো যায়নি। আশঙ্কা করা হচ্ছে যে মহানগরের কিছু প্রাইভেট হসপিটাল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ালেও ছড়াতে পারে। কেননা রাজ্যের মধ্যে কলকাতাতেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যেসব প্রাইভেট হসপিটাল থেকে করোনা রুগী পাওয়া গেছে তাদের একটি তালিকা তৈরী করা হয়েছে। ওই হসপিটাল গুলোতে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে নাকি গিয়ে আক্রান্ত হচ্ছে সেটাই দেখতে হবে।

Hospital

 

গত ২৪ ঘন্টায় কলকাতায় ৩১ জন সংক্রমিত হয়েছে। পঞ্চসায়র ,তেঘরিয়া ও পার্ক সার্কাসের ৩ টি হসপিটালে পুনরায় পরিষেবা চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরভবনে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সাথে পৌরকর্তারা জরুরি বৈঠক করেন। কলকাতায় আরও বেশি সোয়াব টেস্ট করার কথা ভাবা হয়, বিশেষ করে সংক্রমিত এলাকাগুলিতে। নতুন তালিকা অনুসারে কলকাতায় রেড জোন ২২১ টি ,অরেঞ্জ জোন  ৬৭ টি আর গ্রীন জোন  ১০৫ টি।

তারাতলার পোর্ট হসপিটালে করোনা ভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে কেননা সেখাকার ১১ জন নার্স ও স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েছে। যদিও বতর্মানে করোনা পজিটিভ হওয়ার সংখ্যা কমেছে আর সুস্থ হওয়ার হার বেড়েছে। হাজার জনের বেশি মানুষ সুস্থ হয়েছে।

Highlights

১.  রাজ্যের মধ্যে কলকাতাতেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

২.  নতুন তালিকা অনুসারে কলকাতায় রেড জোন ২২১ টি ,অরেঞ্জ জোন  ৬৭ টি আর গ্রীন জোন  ১০৫ টি। 

৩.  করোনা পজিটিভ হওয়ার সংখ্যা কমেছে আর সুস্থ হওয়ার হার বেড়েছে।

 করোনা   #  চিকিৎসা   #  হাসপাতাল   #   স্বাস্থ্যকর্মী 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন