আমফন নিয়ে টুইট করলেন অভিনেতা দেব , বললেন মৃত্যুকে বড় কাছ থেকে দেখলাম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- সবাই তার তান্ডব দেখেছে , যেন মনে হয়েছিল স্বয়ং মহাদেব তার রুদ্র মূর্তি ধারণ করেছেন আর চলছে “ওম ঢামার ঢামার।….” শিব তান্ডব । চারিদিকে শুধু সো সো শব্দ আর গাছ ভাঙার শব্দ সাথে ঘরে জানালা দিয়ে জল ঢুকছে যেন বন্যা হচ্ছে ।

এইরকম তান্ডব কলকাতা শেষ ১০০ বছরে দেখেছে বলে মনে হয়না । সত্যিই এরকম ঝড়ের তাণ্ডব হয়তো কলকাতাবাসী আগে দেখেনি ৷ উত্তর থেকে দক্ষিণ কলকাতা, হাওড়া জুড়ে গতকাল সন্ধে থেকে যে রূপ নিয়ে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর আমফান ৷ তা বার বার চোখের সামনে আসলেই হতবাক হতে হচ্ছে ৷ একে করোনার প্রকোপ, তার ওপর আমফানের মতো ঝড়ের তাণ্ডব ! কোথায় যাবে মানুষ ৷ পালাবার কোনো  পথ নেই তাদের ।

অভিনেতা-সাংসদ দেবের ইনস্টাগ্রাম পোস্টেও উঠে এল সেই ভয়াবহতার কথা ৷ বান্ধবী রুক্মিণী মৈত্রের মতো আমফান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেব ৷ তিনি যা লিখেছেন তা বাংলা করলে যা দাঁড়ায় ।

‘গতকাল রাতে যা চাক্ষুষ করলাম তা আগে কখনও দেখিনি ৷ মৃত্যু ও ধ্বংস যেন একসঙ্গে খুব কাছ থেকে দেখলাম ৷ যাঁরা এই ঝড়ে নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা রইল৷ বাংলা খুব তাড়াতাড়ি নিজের ছন্দে ফিরবে আবার ৷ আশাকরি সবাই এগিয়ে আসবেন ও সাহায্য করবেন , দয়াকরে কোনো রাজনীতি করবেন না ৷’

Highlights

  • সবাই তার তান্ডব দেখেছে , যেন মনে হয়েছিল স্বয়ং মহাদেব তার রুদ্র মূর্তি ধারণ করেছেন আর চলছে “ওম ঢামার ঢামার।….” শিব তান্ডব
  • অভিনেতা-সাংসদ দেবের ইনস্টাগ্রাম পোস্টেও উঠে এল সেই ভয়াবহতার কথা
  • বান্ধবী রুক্মিণী মৈত্রের মতো আমফান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেব

#Amfan        #Disaster      #Natural Calamity

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন