মাত্র ৫৯ পয়সায় এক কিলো পেঁয়াজ বিক্রি করছে কৃষকেরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- পেঁয়াজ যার দাম প্রায় সময়েই আলুর চেয়ে বেশি থাকে । আর কিছদিন আগে তো যার দাম হয়েছিল ২০০ থেকে ২৫০ টাকা প্রতি কেজি । অথচ সেই পেঁয়াজ এখন তেলেঙ্গানার কৃষকেরা মাত্র ৫৯ পয়সার বিনিময়ে ১ কিলো পেঁয়াজ বিক্রি করছেন ।

এই ছবিটা শুধু তেলেঙ্গানা নয় , দেশের বিভিন্ন এলাকাতে এই পেঁয়াজি ৫৯ পয়সা থেকে ৩.৫০ টাকা পর্যন্ত্য দাম উঠেছে । সরকারি ওয়েবসাইটে এই দাম দেওয়া রয়েছে ৷ পেঁয়াজের উৎপাদন থেকে মন্ডি পর্যন্ত নিয়ে যেতে প্রতি কিলোগ্রামে কৃষকদের ন্যূনতম ৮ থেকে ৯ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ৷ এই হিসেবে পেঁয়াজ বিক্রি হলে সরকার ২০২২ পর্যন্ত কী করে কৃষকদের আয় দ্বিগুণ করবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

এখন প্রশ্ন হলো কৃষকরা যদি ১ টাকার কমে পেঁয়াজ বিক্রি করলে শহরে ২০ টাকা দিয়ে ১ কিলোগ্রাম পেঁয়াজ কিনতে হচ্ছে ৷ তাহলে এই ১৯ টাকা কে লাভ করছে ? মার্কেটে কয়েকমাস আগে ২০০ টাকা কিলো পেঁয়াজ যখন বিক্রি হচ্ছিল তখনও এর লাভ কৃষকরা পাচ্ছিল না ৷ এবং এখন যখন ২০ টাকা কিলো বিক্রি হচ্ছে তখনও তারা কোনও লাভ পাচ্ছেন না ৷ এর মূল কারণ হচ্ছে সাপ্লাই চেনে গন্ডগোল ৷

Highlights

  • পেঁয়াজ যার দাম প্রায় সময়েই আলুর চেয়ে বেশি থাকে
  • তেলেঙ্গানার কৃষকেরা মাত্র ৫৯ পয়সার বিনিময়ে ১ কিলো পেঁয়াজ বিক্রি করছেন
  • এখন যখন ২০ টাকা কিলো বিক্রি হচ্ছে তখনও তারা কোনও লাভ পাচ্ছেন না

#Onion Price        #Farmer

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন