করোনার প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ অক্সফোর্ডের গবেষকদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনা প্রতিষেধক নিয়ে গবেষণার দ্বিতীয় স্তরে রয়েছেন বলে জানালেন অক্সফোর্ডের গবেষকরা। এইবার ১০ হাজার মানুষের উপরে এই প্রতিষেধক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সারা বিশ্বের যে কটি দেশে প্রতিষেধক আবিষ্কার করে তার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে তার মধ্যে অক্সফোর্ড সবার থেকে এগিয়ে আছে। ইতিমধ্যে গতমাসে তারা ৫৫ বা তার কম বয়সী ১০০০ প্রাপ্তবয়স্কের ওপর এই প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিল।  দ্বিতীয় পর্বে সত্তরোর্ধ্ব কিংবা ৫ থেকে ১২ বছর বয়সী ১০২০০ জনের ওপর এই প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। । সম্প্রতি এক সমীক্ষালব্ধ ফলাফল থেকে জানা গেছে যে চ্যাডক্স ওয়ান এনকোভ-১৯ নামক এই প্রতিষেধক ইতিবাচক সাড়া ফেলেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের অধ্যাপক তথা প্রধান গবেষক সারা গিলবার্ট সংবাদমাধ্যকে সাক্ষাৎকারে জানিয়েছেন কোভিড ১৯ প্রতিষেধক তৈরির জন্য তার গোটা দল কঠোর পরিশ্রম করছে। এর সাথে ওষুধটি নিরাপদ কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা যাঁদেরকে পরীক্ষা পর্বের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁদের অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তাঁদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। এখন এই গবেষকদল বিভিন্ন বয়সভিত্তিক লোকজনের শরীরের ওপর প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখছে। পরীক্ষা যদি সফল হয় তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যে অন্তত দশ লক্ষ প্রতিষেধক তৈরি করার প্রস্তুতি নেবেন এই গবেষকেরা।

প্রসঙ্গত উল্লেখ্য ভারতের সেরাম ইনস্টিটিউট কিছুদিন আগে ঘোষণা করেছিল যে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরী এই ভ্যাকসিন ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে এই ভ্যাকসিন তৈরির কাজ অক্সফোর্ডের গবেষণাগারের পাশাপাশি ভারতেও আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। মানব শরীরে ভ্যাকসিনের সফল প্রয়োগের পর ইন্সস্টিটিউট আগামী অক্টোবরেই তা বাজারে আনবে। এক্ষেত্রে পুণের এই কোম্পানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়েছে। বিশ্বের যে সাতটি সংস্থা এই ভ্যাকসিন উত্পাদন করবে, সেগুলির মধ্যে অন্যতম সেরাম ইন্সস্টিটিউট। অতীতেও ম্যালেরিয়ার ভ্যাকসিন প্রকল্পে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার নজির রয়েছে সেরাম ইন্সস্টিটিউটের।

Highlights

  1. করোনার প্রতিষেধক নিয়ে দ্বিতীয় স্তরের পরীক্ষামূলক প্রয়োগ অক্সফোর্ডের গবেষকদের।
  2. ইতিমধ্যে ৫৫ বছর কিংবা কম বয়সী ব্যক্তিদের উপরে সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

# করোনা প্রতিষেধক । # অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন