বদল আস্তে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ খোলার সময় সীমাতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য সমস্ত কোম্পানি গুলি অনেক কিছু পদক্ষেপ নিয়েছেন , দূরত্ব বজায় রাখা , স্যানিটাইজেশন , অফিস খোলার সময় পরিবর্তন , অল্প সংখ্যক কর্মী নিয়ে কি করে কাজ চালানো যায় সমস্ত কিছু ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জায়গাথেকে একই আছে , তারা করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য ব্যাঙ্কের তরফে একাধিক পদক্ষেপ নিচ্ছেন ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ব্যাঙ্ক শাখা খোলার সময় বদল করতে চলেছে ৷ এর পাশাপাশি ব্রাঞ্চে স্টাফের সংখ্যাও কমানো হয়েছে ৷ এছাড়াও গ্রাহকদের ব্যাঙ্কে না এসে ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷

স্টেট ব্যাঙ্ক তাদের ওয়েবসাইট এ তাদের ব্রাঞ্চ খোলার সময় বদল নিয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ৷ দেশের সমস্ত জায়গায় এবার ব্যাঙ্ক সকাল ১১:৩০ টা থেকে খুলবে ৷

আগেও ব্যাংকার তরফ থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের টাইমিং আলাদা আলাদা হবে ৷ স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জানান, ব্যাঙ্ক শাখা খোলা ও বন্ধের সময়ের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিছু রাজ্যে ব্যাঙ্কের সময় সকাল ৭ টা থেকে ১০ টা ৷ কিছু জায়গায় সকাল ৮টা থেকে ১১ টা ৷ আবার বেশ কিছু জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২টো ৷ এছাড়া ব্যাঙ্ক এর বলল ফ্রি নম্বর রয়েছে ১৮০০১১১১০৩ যেখানে তাদের গ্রাহকরা ফোন করে যদি কোনো ডোর স্টেপ পরিষেবা চান তাহলে সকার ৯টা থেকে ৪টা মধ্যে ফোন করে জানাতে হবে । Non Financial Transaction এর জন্য ৬০ টাকা ও জিএসটি এবং Financial Transaction এর জন্য ১০০ টাকা ও জিএসটি দিতে হবে ৷

Highlights

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ব্যাঙ্ক শাখা খোলার সময় বদল করতে চলেছে ৷ এর পাশাপাশি ব্রাঞ্চে স্টাফের সংখ্যাও কমানো হয়েছে
  • স্টেট ব্যাঙ্ক তাদের ওয়েবসাইট এ তাদের ব্রাঞ্চ খোলার সময় বদল নিয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ৷ দেশের সমস্ত জায়গায় এবার ব্যাঙ্ক সকাল ১১:৩০ টা থেকে খুলবে

#State Bank Timing   #State Bank Of India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন