‘পাতাল লোক’ – নিয়ে মন্তব্য করে আইনি মামলার সামনে পড়তে হলো অনুষ্কা শর্মা কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- অনেক সময়ে অনেক অভিনেতা বা অভিনেত্রী অন্য কোনো সিনেমা বা চরিত্র নিয়ে মন্তব্য করার জন্য আইনি মামলার সামনে পড়েছেন । এবারে সেটাই হলো ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ও বলিউড নায়িকা অনুষ্কা শর্মার বিরুদ্ধে ।

কিছুদিন OTT প্লাটফর্ম-এ মুক্তি পেয়েছে “পাতাল লোক” যেখানে একটি দলিত ছেলে তার বোনদের সাথে হওয়া অন্যায় কে বরদাস্ত নাকরে তার বদলা নেয় ও ঘটনা চক্রে সে কি ভাবে পুলিশের হাতে ধরা পরে । এই ওয়েব সিরিজ টিতে অনেক নামজাদা অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন । এবং এটি খুব সারা পেয়েছে ।

এই সিরিয়ালে গোর্খা দের কে দেখানো হয়েছে । আর সেই সিরিজে গোর্খাদের ‘সেক্সিয়েস্ট স্লার’ মন্তব্য করেন অনুষ্কা । এতেই ক্ষিপ্ত হয়ে নায়িকা-প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করে একটি গোর্খা সংগঠন । জাতীয় মানবধিকার কমিশনে ১৮ মে অভিযোগ দায়ের করেছে অরুণাচল গোর্খা যুব সংগঠন।

ভারতীয় গোর্খা যুব পরিসংঘের সভাপতি কির্তি দেওয়া বলেন, “এই ধরণের মন্তব্য শুধুমাত্র সম্প্রদায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করে তা নয়, একইসঙ্গে মানুষের মধ্যে এই ধরণের জাতি বিদ্বেষ প্রচার করে। এটি সাধারণ মানুষের মধ্যে একটি সম্প্রদায় সম্পর্কে বিকৃত ছবি তুলে ধরে, এর ফলে সেখানকার মানুষদের ভোগান্তি হতে পারে”।

Highlights

  • ‘পাতাল লোক’ – নিয়ে মন্তব্য করে আইনি মামলার সামনে পড়তে হলো অনুষ্কা শর্মা কে
  • গোর্খাদের ‘সেক্সিয়েস্ট স্লার’ মন্তব্য করেন অনুষ্কা
  • জাতীয় মানবধিকার কমিশনে ১৮ মে অভিযোগ দায়ের করেছে অরুণাচল গোর্খা যুব সংগঠন

#Webseries    #Patal Lok

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন