৫০ হাজার কর্মী নিয়োগ করছে Amazon , লক ডাউনে সুখবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনাকে বন্ধ করতে সরকার বন্ধ করেছে সমস্ত কিছু আর সেই সাথে বন্ধ হয়েগেছে মানুষের রোজগার । বহু সংস্থা তাদের কর্মীদের একাংশ কে ছাঁটাই করেছেন তো আবার একপক্ষ কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে ।

কিন্তু এই সবের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগ করতে চলেছে amazon ইন্ডিয়া । লকডাউনে বেড়ে চলেছে অনলাইন এ কেনাকাটার বহর । কিছুদিন এটা বন্ধ থাকলেও দ্বিতীয় দফায় কিছুটা ছাড় দেওয়া হয় অনলাইন এ । তাই মানুষ ও শুরু করে কেনাকাটি আর এজন্যই দরকার হয় আরো কর্মীর ।

অ্যামাজন ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, চাহিদার সঙ্গে তাল রেখে পরিষেবা দিতে শীগ্রই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা ৷ কিন্তু আপাতভাবে অস্থায়ী রূপে নিয়োগ করা হবে এই কর্মীদের বলেও জানিয়েছে সংস্থা ৷ এবং তারা এও জানিয়েছেন যে আগামী ২০২৫ সালের মধ্যে তারা কর্মীর সংখ্যা ১০ লক্ষ্য করার টার্গেট নিয়েছেন ।

করোনা সংক্রমণের আবহে পরিচ্ছনতা ও স্বাস্থ্য বিধির উপর বেশি গুরুত্ব দিচ্ছে অ্যামাজন ৷ গ্রাহক ও কর্মী উভয়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়ম মেনে স্যানিটাইজেশনের উপরও জোর দেওয়া হচ্ছে ৷ সংস্থার শীর্ষ কর্তা জানিয়েছেন, গ্রাহকদের জন্য আমরা সমস্ত সাবধনতা অবলম্বন করতে তৈরি ৷

Highlights

  • করোনাকে বন্ধ করতে সরকার বন্ধ করেছে সমস্ত কিছু আর সেই সাথে বন্ধ হয়েগেছে মানুষের রোজগার
  • কিন্তু এই সবের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগ করতে চলেছে amazon ইন্ডিয়া
  • অ্যামাজন ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, চাহিদার সঙ্গে তাল রেখে পরিষেবা দিতে শীগ্রই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা

#LockDown    #Job     #Delivery Job   #Amazon Job

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন