Bangla News Dunia , S. Datta Roy :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হাইড্রোক্সিক্লোরোকুইনের ওপর আর আস্থা রাখতে পারছে না। তাই হু সব দেশকেই এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে। কিন্তু দিল্লির এইমসের (All India Institute of Medical Science) চিকিৎসকদের মতে -হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ না করে নিয়ন্ত্রণ করলেই হয়। এদিকে আইসিএমআর (Indian Counsil of Medical Research) আরও বেশি করে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের উপরে জোর দিচ্ছে। করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘ ল্যানসেট ‘ -এ প্রকাশিত গবেষণা পত্রে গবেষকরা বলেছেন -কোভিদ ১৯ -এ আক্রান্ত ব্যক্তিদের ওই ওষুধ দিলে তাদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়।
এইজন্যই হু এই ব্যবহার নিষিদ্ধ নিষিদ্ধ করতে চাইছে। এর আগে আমেরিকার ড্র্যাগ অ্যাডমিনিস্ট্রেশন হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা রুগীদের না দেওয়ার কথাই বলেছিলো। তাদের মতানুসারে -কোনো রুগী এজিথ্রোমাইসিনের সাথে ম্যালেরিয়ার ওষুধ খায় আর তাদের যদি আগে থেকেই কিডনি বা হার্টের প্রবলেম থাকে তাহলে সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে -বিভিন্ন দেশে করোনা চিকিৎসার জন্য যেসব স্বেচ্ছাসেবী দল তৈরী করা হয়েছে তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া আপাতত বন্ধ করা হয়েছে।
কিন্তু দিল্লির এইমস চিকিৎসকদের কথা অনুযায়ী -‘ প্রফিল্যাক্সিস ‘ হিসেবে হাই রিস্ক গ্রুপের মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার যথেষ্ট কার্যকরী হতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার পাশাপাশি বাতের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। ‘ ল্যানসেট ‘ পত্রিকায় বলা হয় হাইড্রোক্সিক্লোরোকুইনের সাইড এফেক্ট খুব বেশি। এতে হার্টের রোগ দেখা দিতে পারে। তাই হু এই ওষুধ বন্ধ রাখার কথা বলেছে।
Highlights
১. করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়।
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকেই এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে।
৩. ‘ ল্যানসেট ‘ পত্রিকায় বলা হয় হাইড্রোক্সিক্লোরোকুইনের সাইড এফেক্ট খুব বেশি।
# করোনা # চিকিৎসা # হাইড্রোক্সিক্লোরোকুইন # WHO