বাদুড়ের মলে করোনা সংক্রমণের আশঙ্কা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   বর্তমানে সারা বিশ্ব জুড়ে ৫৫ লাখের বেশি মানুষ কোভিদ ১৯ -এ আক্রান্ত। আর মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণার রিপোর্ট থেকে জানা যাচ্ছে –বাদুড়ের মল থেকেও করোনার জীবাণু ছড়াতে পারে। শ্বাসনালীর সংক্রমণের সাথে সাথে উপসর্গ হিসেবে অন্ত্রের সমস্যাও দেখা দিয়েছে। সেখান থেকেই গবেষকদের মনে হচ্ছে  -করোনা কি শ্বাসনালী পেরিয়ে অন্ত্রকেও সংক্রমিত করছে ?

 

 

নেদারল্যান্ডের একদল গবেষক গবেষণা করে দেখেন -অন্ত্রের রিসেপ্টরে এই ভাইরাস বাসা বাধে না। রাজ্যের প্রাণী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলোজির গবেষক -শিক্ষক সিদ্ধার্থবাবু জানান -‘ মানুষ এবং বাদুড়ের অন্ত্রে  বিস্তর মিল রয়েছে। এই গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখা যাচ্ছে মানুষ এবং বাদুড় উভয়ের অন্ত্রেই সার্স কোভ ২ থাকছে, ফলে উভয়ের মলই সংক্রমণ ছাড়ানোর সম্ভাব্য পথ হতে পারে। ‘

ভাইরোলজি বিশেষজ্ঞ টি জেকবও মনে করেন বাদুড়ের মল থেকে করোনা সংক্রমিত হতে পারে। তিনি বলেন –  বাদুড়ের মল সংগ্রহ করে একধরণের সার তৈরী করা হাত ,প্রচুর মানুষ এই কাজ করে। ফলে সেই সব প্রত্যন্ত জায়গায় বাদুড়ের মল  থেকে করোনা ছড়াতেও পারে। তবে এখনই চিন্তা না করলেও হবে কারণ গবেষণা চলছে।

Highlights

১.  বাদুড়ের মল থেকেও করোনার জীবাণু ছড়াতে পারে।

২.  অন্ত্রের রিসেপ্টরে এই ভাইরাস বাসা বাধে না। 

৩.  মানুষ এবং বাদুড়ের অন্ত্রে বিস্তর মিল রয়েছে।

 করোনা    #   বাদুড়     #   গবেষণা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন