পুরুলিয়াতেও এবার করোনার সংক্রমণ ছড়ালো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   এবার করোনার  থাবা থেকে পুরুলিয়ায় রেহাই পেলোনা। রঘুনাথপুরের করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক কে দুর্গাপরের সনকা হসপিটালে ভর্তি করা হয়। ৮ দিন আগে তিনি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন এবং কোয়ারেন্টাইন ছিল। ওই শ্রমিক গত ১৯ মে মহারাষ্ট্র  থেকে আরেকদল শ্রমিকের সাথে বাংলা -ঝাড়খন্ড সীমানায় যায় এবং সেখান থেকে হেটে গ্রামে ফেরে। আর সেদিনই তার সোয়াব টেস্ট করা হয়। তারপরে তার কোভিদ পজিটিভ এলে তাকে দুর্গাপুর হসপিটালে ভর্তি করা হয়।

Purulya

 

বলরামপুরেও একজনের করোনা সংক্রমণ ঘটেছে। সে টাটা তে ভর্তি আছে। আপাতত প্রশাসনের চিন্তা পুরুলিয়ার বলরামপুর সীমানা নিয়ে। গুজরাট ও মহারাষ্ট্র থেকে রোজই প্রায় ১০০০ শ্রমিক ওই সীমানায় আসছে। বলরামপুরের ঝাড়খন্ড সীমান্তে এই শ্রমিকদের সামলাচ্ছে পুলিশ। তাদের নাম ,ঠিকানা রেকর্ড করার পর জেলা প্রশাসনের বাসে নিজেদের জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই শ্রমিকদের কোয়ারেন্টাইনে  থাকা বাধ্যতামূলক। লোহার ভারী ভারী রডের ট্রেলারে করে শ্রমিকরা চলে আসছে। আসার পথে এরা কতটা সামাজিক দূরত্ব মানছে সেটাই সন্দেহের।

দাতিয়া শিবিরে তাদের শ্রমিকদের তথ্য নিচ্ছে পুলিশ। জেলার পুলিশ সুপার জানান – পুলিশ প্রতিটি পরিযায়ী শ্রমিককে নজরে রাখছে এবং কোয়ারান্টাইনের ব্যবস্থাও করছে। বাঁকুড়ায় ১২ জনের নতুন করে করোনা সংক্রমণ হয়েছে।

Highlights

১.  পুরুলিয়ায় রঘুনাথপুরের করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক। 

২.  বলরামপুরেও একজনের করোনা সংক্রমণ ঘটেছে।

৩.  দাতিয়া শিবিরে তাদের শ্রমিকদের তথ্য নিচ্ছে পুলিশ।

করোনা    #  পুরুলিয়া    #  হাসপাতাল 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন