বেকারত্ব বৃদ্ধি পেয়েছে আমেরিকায়

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – টানা লক ডাউনের জেরে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে আমেরিকায়। পরিসংখ্যান অনুযায়ী গত ১০ সপ্তাহে আমেরিকায় বেকারের সংখ্যা বেড়ে গেছে ৪ কোটিরও বেশি। গত এপ্রিলে আমেরিকায় ৬৬ লক্ষ মানুষ একসপ্তাহে বেকারত্বের তালিকায় নাম লিখিয়েছিল। রিপোর্ট বলছে, শুধু ওই মাসেই ২ কোটি মানুষ কাজ হারিয়েছিল আমেরিকায়। মার্চে ৪.৪ শতাংশ থেকে এপ্রিলে বেকারত্বের হার বেড়ে হয় ১৪.৭ শতাংশ। মহামন্দার সময়েও আমেরিকায় এই রকম পরিস্থিতি তৈরি হয়নি বলে সংবাদ সূত্রে জানা যাচ্ছে।

 শ্রম দফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। শুধুমাত্র এই ক্ষেত্রেই চাকরি হারিয়েছেন ৪৮ লক্ষ মানুষ। তবে শিক্ষা, স্বাস্থ্য, খুচরো ব্যবসা ইত্যাদি ক্ষেত্রও কর্মরতরা সমানভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞ মহলের দাবি, সরকারি তালিকা অনুযায়ী রিপোর্টেড আনএমপ্লয়মেন্ট-এর থেকে চাকরি যাওয়ার হার অনেক বেশি।

বেকারত্ব বৃদ্ধি পেয়েছে আমেরিকায়

বেকার ভাতায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে ফলে অনেকেই আবেদন করতে পারছেন না ।অন্যদিকে যারা আবেদন করেছেন তাদেরকেও টাকার জন্য মাসাধিক অপেক্ষা করতে হচ্ছে । চাকরিহীন এইসব কপর্দকশূন্য মানুষদের এখন এই ভাতাই সম্বল হয়ে দাঁড়িয়েছে। করণের কারণে আমেরিকায় এখনো মৃত্যুমিছিল অব্যাহত।এর মধ্যেও প্রশাসন স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার চেষ্টা করছে।

Highlights

  1. বেকারত্বের সংখ্যা গত দুমাসে বৃদ্ধি পেয়েছে আমেরিকায়
  2. বেকার ভাতার জন্য আবেদন করেও অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি
  3. পর্দকশূন্য মানুষদের ভাতাই সম্বল।

# america | # unemployment | # lokdown

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন