Bangla News Dunia, সমরেশ দাস :- পঙ্গপাল বেশ কিছুদিন ধরে এই পোকা পাকিস্তান থেকে আমাদের দেশে ঢুকে পড়েছে এবং একের পর এক রাজ্যে চালাচ্ছে তাদের দৌরাত্ম্য । জমি কে জমি কে ফাঁকা করছে । মানুষ রীতি মতো হিম সিম এদের কে রোধ করতে ।
দেশের কয়েকটি রাজ্যে ছেয়ে যাচ্ছে পঙ্গপাল। আকাশ কালো করে ঘনিয়ে আসছে পঙ্গপালের মেঘ। এর মধ্যেই নেটিজেনদের মনে পড়ছে কয়েকটি সিনেমার কথা । দক্ষিণী ছবি ও হলিউডের ছবিতে পঙ্গপালের অস্তিত্ব বেশ ভালই দেখা গেছে ।
মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাতের মত কয়েকটি রাজ্যে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে। ফসলে ক্ষতির আশঙ্কায় কৃষকরা ভয়ে কাঁপছেন। তার মধ্যে অনেেকই কাপ্পান ছবির এই দৃশ্য নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা করছেন। অনেকে বলছেন, কাপ্পানের দৃশ্যই নাকি সত্যি হয়েছে।
শুধু দক্ষিণী ছবিই নয়, হলিউডের ছবিতেও পঙ্গপাল দেখা গেছে। যেমন,২০০৭ এর সিনমা দ্য রিপিং। পরিচালক স্টিফেন হকিংস। সিনেমার বিখ্যাত সিন, দ্য কুইন অফ লোকাস্টস। সেখানে দেখানো হয়, কীভাবে পঙ্গপাল এসে খুনের চক্রান্ত ভেস্তে দেয়।
Highlights
- পঙ্গপাল বেশ কিছুদিন ধরে এই পোকা পাকিস্তান থেকে আমাদের দেশে ঢুকে পড়েছে এবং একের পর এক রাজ্যে চালাচ্ছে তাদের দৌরাত্ম্য
- মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাতের মত কয়েকটি রাজ্যে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে
- শুধু দক্ষিণী ছবিই নয়, হলিউডের ছবিতেও পঙ্গপাল দেখা গেছে
- যেমন,২০০৭ এর সিনমা দ্য রিপিং। পরিচালক স্টিফেন হকিংস
#Locust Attack #Loss of farmer