Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সনাতন হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে ভোর ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত সময়টি ব্রহ্ম মুহূর্ত। এই সময়ের মধ্যে ওঠা বেশি লাভজনক। আবার এটি অক্ষয় মুহূর্ত নামে পরিচিত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। ফলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি উন্নত হয়। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠে একটি মন্ত্র জপ করলে লক্ষ্মীকে প্রসন্ন করা যায়।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন এই মন্ত্র —
ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন। তার পর এই মন্ত্রটি জপ করবেন, এটি হল– ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।
ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন। এর ফলে মন শান্ত, একাগ্র হবে।
আরো পড়ুন :- কুম্ভ রাশিতে যুতি তৈরি করছে শুক্র ও শনিদেব ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
উল্লেখ্য এই মন্ত্র দুটি উচ্চারণ করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। পাশাপাশি বৈভব বাড়ে। এরই সাথে আপনার মনের শান্তি বৃদ্ধি পাবে। মনের শান্তি থাকলে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আপনার সার্বিক উন্নতি হবে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)