মাস্ক পরেই করোনাকে পরাজিত করলো জাপান , আমাদেরও ওদের কে দেখে শেখা উচিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনাকে রুখতে বার বার কিন্তু চিকিৎসকেরা বলছেন যে মাস্কের ব্যবহার করতে , কিন্তু আমরা মানছি কি ? কিন্তু মাস্ক পরা যে কতখানি কার্যকর হতে পারে তার আদর্শ উদাহরণ জাপান৷ বিশেষজ্ঞরাই স্বীকার করছেন, জাপানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার অন্যতম কারণ মাস্ক পরা নিয়ে সেদেশের মানুষের সচেতনতা ৷ মাস্ক পরাকে জাপানবাসী কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন ৷

আমরা এমনিতেই জানি জাপান একটি নিয়ম মেনে চলার দেশ । যারা কোনো জরুরি অবস্থাতেই ভেঙে পরে না বা অস্থির হয়ে পরে না । তারা সব সময় শান্ত ও নিয়ম মেনে চলে । এই মুহূর্তে জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৮০৪ ৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪৪০৬ জন ৷ মৃতের সংখ্যা ৮৮৬ ৷

অর্থাৎ জাপানে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫০০-রও কম৷ সবথেকে স্বস্তির বিষয়, প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি পরিস্থিতি প্রত্যাহার করে নিলেও সামাজিক দূরত্ব মানছেন মানুষ৷ নিয়ম করে পরছেন মাস্ক৷ লকডাউন বাধ্যতামূলক না হলেও নিজে থেকেই সমস্ত বিধিনিষেধ মেনেছে জাপানবাসী ৷

জাপানের মানুষ মাস্ক পরাটাকে দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত করে ফেলেছেন ৷ যা করোনা নিয়ন্ত্রণ করতে পারার বড় কারণ৷ এমনিতেই ফুলের রেণু থেকে জাপানিদের অ্যালার্জি হয় ৷ তাই বছরের শুরু বসন্ত কাল পর্যন্ত অনেকেই মাস্ক ব্যবহার করেন৷ আবার ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ থেকে বাঁচতেও অনেকে নিয়মিত মাস্ক পরেন জাপানে ৷

Highlights

  1. করোনাকে রুখতে বার বার কিন্তু চিকিৎসকেরা বলছেন যে মাস্কের ব্যবহার করতে , কিন্তু আমরা মানছি কি ?
  2. এই মুহূর্তে জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৮০৪ ৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪৪০৬ জন ৷ মৃতের সংখ্যা ৮৮৬ ৷
  3. জাপানের মানুষ মাস্ক পরাটাকে দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত করে ফেলেছেন

#Corona    #Mask    #Health Guideline   #COVID-19

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন