Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লকডাউন ওঠার প্রথমদিনেই রেকর্ড মৃত্যু বাংলাদেশে। ৬৬ দিন পর সবকিছু খোলার প্রথমদিনেই বাংলাদেশে করোনার বলি হলেন সর্বোচ্চ ৪০ জন। এছাড়া এই সময়ের মধ্যে ২ হাজার ৫৪৫ জনের শরীরে নোবেল করোনার জীবাণু পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু ধরে এখনও পর্যন্ত মোট ৬৫০ জন করোনার শিকার হয়েছেন।
সে দেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ ও মহিলা ৭ জন। সব মিলেই দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪৭ হাজার ১৫৩ জন। মারণ মহামারী সংক্রমণ ঠেকাতে টানা দু’মাসেরও বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি গতকাল শেষ হয়েছে।
যদিও গোটা দেশে সংক্রমণের গ্রাফ এখন বেশ উর্ধ্বমুখী। অনেকেই কর্মস্থলে গেছেন। সামাজিক দূরত্বের কথা বলা হলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেল গণপরিবহণে লোকজন জড়ো হয়েই উঠছেন। সামাজিক দূরত্বের ধার ধারছেন না। অন্যদিকে গণপরিবহণ কর্তৃপক্ষকে কোনও কড়া নিয়ম মানতে দেখা যায়নি। এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। তবে সে দেশের সরকার গণপরিবহণের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে বিজ্ঞাপন জারি করেছে।
বলা হয়েছে, বাসগুলি তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। যদিও সব অফিস খুলে দিয়ে বাসে অর্ধেক যাত্রী বহন করার এই সিদ্ধান্ত এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন অনেকে। মীরপুরের কয়েকটি এলাকায় দেখা গেল বাসগুলি থামিয়ে যাত্রীদের জড়ো করে ওঠানো হচ্ছে। সামাজিক দূরত্ব সংক্রান্ত নিয়মের তোয়াক্কাই করছে না।
Highlights
1. লকডাউন ওঠার প্রথমদিনেই রেকর্ড মৃত্যু বাংলাদেশে
2. ৬৬ দিন পর সবকিছু খোলার প্রথমদিনেই বাংলাদেশে করোনার বলি হলেন সর্বোচ্চ ৪০ জন
3. যদিও গোটা দেশে সংক্রমণের গ্রাফ এখন বেশ উর্ধ্বমুখী
4. বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে
# Corona # Lockdown