Bangla News Dunia, সমরেশ দাস :- কোবিদ-১৯ ভাইরাস যাতে শিশু শরীরে বাসা বাঁধতে না পারে তার জন্য এবারে পরীক্ষা শুরু করলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । এখনো পর্যন্ত্য যেরকম আছে বহু দেশে পোলিও , জন্ডিস এই রকম কিছু রোগের টিকা বাধ্যতা মূলক রয়েছে ঠিক সেই রকম হয়তো এটাও চলে আসবে ।
৫-১২ বছরের শিশুদের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু ৷ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ওপর অনেকটাই সদয় কোভিড-19। শিশুদের কোভিড আক্রান্ত হওয়ার হার অনেক কম।
দুনিয়া জুড়ে চিকিৎসকদের একটি অংশ এই আশ্বাস দিচ্ছেন। তবে গবেষকরা বলছেন, কোভিড-19 ঘনঘন চরিত্র বদলাচ্ছে। যে কোনও সময় শিশুদের ক্ষেত্রেও বিপদ আসতে পারে। আর তাই প্রতিষেধক তৈরি হওয়া জরুরি।
২ জুন থেকে ব্রিটেনে খুলছে স্কুল । অক্সফোর্ডের কোভিড গবেষকদলের পরিকল্পনাও তৈরি। চলতি সপ্তাহেই কাজে নামছেন গবেষকরা ৷ প্রাথমিকভাবে ১৬০০ জন শিশুকে বাছাই করা হবে ৷ অন্তত ৮০ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে পরীক্ষা চালাবে অ্যাস্ট্রাজেনেকা ৷
অক্সফোর্ডে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে গবেষণার দিকে তাকিয়ে গোটা দুনিয়া। এখনও সেই গবেষণার চূড়ান্ত ফল আসতে অপেক্ষা করতে হবে। তার মধ্যে শিশুদের অভিভাবকরা কি এতবড় ঝুঁকি নেবেন? না কেউ নেবেন না । তাই তারা অভিবাবদের সাথে কথা বলবেন দফায় দফায় এবং শিশুদের ওপরে পরীক্ষা করা হবে ।
শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষার নিয়মকানুন অত্যন্ত কড়া। স্বাস্থ্য দফতর ও ইউকে – মেডিক্যাল কাউন্সিলের অনুমতি পাওয়ার পরই ট্রায়াল চালানো সম্ভব।
Highlights
- কোবিদ-১৯ ভাইরাস যাতে শিশু শরীরে বাসা বাঁধতে না পারে তার জন্য এবারে পরীক্ষা শুরু করলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- ৫-১২ বছরের শিশুদের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু ৷ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ওপর অনেকটাই সদয় কোভিড-19
- প্রাথমিকভাবে ১৬০০ জন শিশুকে বাছাই করা হবে ৷ অন্তত ৮০ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে
#COVID-19 #Vaccine #Child Vaccine