আক্রান্তের সংখ্যা বাড়ছে ,করোনা হসপিটাল তৈরী রাজ্যে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –     সারা দেশ জুড়ে  টানা ৭০ দিন  লকডাউন  চলার পরেও করোনা সংক্রমণ বন্ধ হয়নি। প্রতিদিন দেশের ও রাজ্যের একাধিক জায়গায়  সংক্রমণ হয়েই চলেছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি বাদে অন্য কোথাও কোভিদ হসপিটাল না  থাকায়  সেখানেই রুগীর ভিড় উপচে পড়েছে। ১০০  টি বেডের ৮৭ টি তেই কোচবিহারের রুগী ভর্তি। এখানেই আরও ২০ টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য এলাকার রুগীরা তো পড়েই আছে। নবান্ন সূত্রের খবর -বিভিন্ন জেলায়  নতুন করে আরও ১০ টি করোনা হসপিটাল তৈরির  রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

করোনায় নতুন ওষুধ আভিফাভির

 

আলিপুরদুয়ার ,বীরভূম ,কোচবিহার ,উত্তর দিনাজপুর ,মালদা  প্রভৃতি জেলায় পরিযায়ী শ্রমিক আসার জন্য  নতুন করে সংক্রমণ বেড়ে গেছে।  বর্তমানে  রাজ্যে ৬৯ টি করোনা হসপিটাল। এর মধ্যে রাজ্য ৫৩ টি প্রাইভেট হসপিটালকে  কোভিদ হসপিটাল হিসাবে চিহ্নিত করেছে। উত্তর দিনাজপুরে কর্ণজোড়ার একটি প্রাইভেট নার্সিংহোমকে কোভিদ হাসপাতাল বানানো হয়েছে।  আলিপুরদুয়ারের তপশিখাতায় তৈরী সারি হসপিটালকেই কোভিদ হসপিটাল করার কাজ চলছে। পর্যটনমন্ত্রী আশ্বাস দিয়েছেন -কোচবিহারের কোভিদ  ১৯ হসপিটাল আগামী ৩/৪ দিনের মধ্যে চালু হয়ে যাবে।

 

corona

 

সরকারি সূত্রের খবর -১৫০ টি ট্রেন ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যে এসেছে ,১০  মধ্যে আরও ৮৫ টি শ্রমিক স্পেশাল ট্রেন আসবে। দিল্লি ,গুজরাট ,তামিলনাড়ু ,মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ থেকে যারা আসবে তাদেরকে ১৪ দিন সরকারি কোয়ারান্টাইনে থাকতে হবে। এখন প্রতি ব্লকে একটি কোয়ারেন্টাইন সেন্টার আছে। করোনা টেস্টের  কেন্দ্র তৈরিতে জোর দেওয়া হচ্ছে।

Highlights

1.  উত্তরবঙ্গের শিলিগুড়ি বাদে অন্য কোথাও কোভিদ হসপিটাল না  থাকায়  সেখানেই রুগীর ভিড় উপচে পড়েছে।

২.  বর্তমানে  রাজ্যে ৬৯ টি করোনা হসপিটাল।

৩.  বিভিন্ন জেলায়  নতুন করে আরও ১০ টি করোনা হসপিটাল তৈরির  রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। 

 করোনা    #  কোভিদ  ১৯  হসপিটাল   #  চিকিৎসা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন