Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী ৯ জানুয়ারি চন্দ্রদেব বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। মঙ্গল এবং সূর্য ইতিমধ্যেই এই রাশিতে অবস্থিত। এমন অবস্থায় চন্দ্রের আগমনের কারণে শুভ ও অশুভ যোগ তৈরি হবে। মঙ্গল ও চন্দ্রের মিলনে লক্ষ্মী যোগ তৈরি হবে। অন্যদিকে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে। এই ত্রিগ্রহী যোগের ফলে কোন কোন রাশি পাবে ইতিবাচক ফল, জেনে নিন —
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
বৃশ্চিক রাশি :- বৃশ্চিক রাশি চন্দ্রের গমনে ভালো ফল পাবেন। নিমিষেই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থনৈতিক সংকট কেটে যাবে। শেয়ারবাজারে লাভের সম্ভাবনা রয়েছে। ফাটকা অর্থ আসতে পারে।
কুম্ভ রাশি : এই রাশির একাদশ ঘরে ত্রিগ্রহী যোগ গঠিত হচ্ছে। এই জায়গাটি আয় ও লাভের জায়গা। এই সময়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করা যেতে পারে। একটি বড় চুক্তি পেতে পারেন। আয়ের নতুন নতুন উৎস খুলবে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
মীন রাশি : মীন রাশির দশম ঘরে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। রাহু এখানে প্রথম স্থানে বসে আছে। চাকরি প্রার্থীরা নতুন চাকরির অফার পেতে পারেন। ক্যারিয়ার পরিবর্তনের জন্য এটি একটি ভালো সময়। সন্তানদের শিক্ষায় অগ্রগতি হবে।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)