করোনায় নতুন ওষুধ আভিফাভির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনা প্রতিরোধে আভিফাভির নামে নতুন ওষুধ নিয়ে এলো রাশিয়া। আগামী ১১ ই জুন থেকে এই ওষুধ রোগীদের উপরে প্রয়োগ করা শুরু করবে রাশিয়ার বিভিন্ন হাসপাতালগুলি। দেশের আরডিইএফ সভারেন ওয়েলথ ফান্ডের প্রধান কিরিল ডিমিত্রিয়েভ জানিয়েছেন , যে সংস্থা এই ওষুধ প্রস্তুত করেছে, তারা মাসে ৬০,০০০ রোগীর চিকিৎসার মত ওষুধ তৈরি করতে প্রস্তুত। তবে এটি কোনো করোনা প্রতিরোধকারী টিকা নয় ,জীবাণুনাশক ওষুধ মাত্র। করোনা প্রতিরোধকারী টিকা আবিষ্কার এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে।

corona cases in Russia

আমেরিকার তৈরী ওষুধ রেডডেসেভির কিছু ক্ষেত্রে এর কার্যকারিতা প্রমান করলেও সর্বত্র এখনো পর্যন্ত সেইভাবে এর প্রয়োগ শুরু করা হয়নি। তবে এই আভিফাভির ওষুধটি রাশিয়ায় ৯০ এর দশকে তৈরী হয়েছিল। রুশ বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গবেষণাগারে এটিকে আরো উন্নত করেছেন। তবে এই ওষুধটিকে এখনও পযন্ত কোনো রোগীদের ওপর সরাসরি পরীক্ষার সম্মতি মেলেনি। আভিফাভিরকে অবশ্য রুশ সরকার করোনা প্রতিরোধকারী ওষুধের তালিকাভুক্ত করে ফেলেছেন।

ডিমিত্রিয়েভ জানিয়েছেন, ৩৩০ জনের ওপর এই ওষুধটিকে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে ৪ দিনের মধ্যে এটি সফলভাবে করোনা নিরাময়ে সক্ষম হয়েছে। রুশ বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে এই ওষুধটি করোনা নির্মূল করতে কার্যকরী ভূমিকা পালন করবে। এই ওষুধটি যদি পুরোপুরি সফল হয় তাহলে রুশ সরকার এই ওষুধটি আরো বেশি করে উৎপাদন করতে সচেষ্ট হবে। করোনা আক্রান্তের নিরিখে রাশিয়া এখন আমেরিকা এবং ব্রাজিলের পরে তিন নম্বরে রয়েছে। তবে এদেশে আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা অনেক কম। অন্যদিকে জাপানও আভিগান নামে ওই একই ওষুধের ওপর পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। পরীক্ষার ফলাফল ইতিবাচক এলে জাপান সরকার এটিকে সাধারণ মানুষের উপর প্রয়োগ করার সিদ্ধান্ত নেবেন বলে সংবাদসূত্রে জানা গেছে।

Highlights

১. করোনা প্রতিরোধে আভিফাভির নামে নতুন ওষুধ নিয়ে এলো রাশিয়া

২. ৩৩০ জনের ওপর এই ওষুধটিকে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছিল।

৩. এই ওষুধটি ৯০ এর দশকে রাশিয়ায় তৈরী হয়েছিল

# corona | # Russia

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন