Bangla News Dunia , পল্লব : অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি ব্লুটুথ ইয়ারবাড এবং পিক্সেল ওয়াচও ট্র্যাক করতে পারবেন। ভুলবশত স্মার্টফোন হারিয়ে ফেললে দারুণ কাজে আসতে পারে এই অ্যাপ। শুধু আপনার স্মার্টফোন নয়, বাড়ির সবার স্মার্টফোনের তথ্য এখানে সেভ করে রাখতে পারেন। স্মার্টফোন যদি হারিয়ে যায়, তাহলে আপনার ফোন থেকেই তা খুঁজে বের করতে পারবেন। ফোন হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়ার উপায় ?
2023 সালে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার নামে এই অ্যাপ আনে গুগল। 2017 সালে নাম বদলে হয় ফাইন্ড মাই ডিভাইস। এই অ্যাপে বাড়তি কিছু করতে হবে না। কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য/লোকেশন অটোমেটিক ট্র্যাক করে নিতে পারে গুগল।
স্মার্টফোনে কী ভাবে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেটআপ করবেন ?
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ‘Find My Device’।
এবার অ্যাপটি ইনস্টল করে নিন।
তারপর জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে।
এই অ্যাপ ব্যবহার করার জন্য ফোনের লোকেশন সর্বদা অন রাখতে হবে। #Short News