লুপাস : শুধু মাত্র মহিলারাই এই রোগে আক্রান্ত হন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- লুপাস হাঁ এই রোগ তা শুধু মাত্র মহিলাদেরকেই আক্রমণ করছে । এটি কিন্তু খুব সামান্য ভাবে শুরু হয় কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ১৫ থেকে ৮৫ বছর বয়সী মহিলারা এই রোগের দ্বারা আক্রান্ত হন ।

ইউএন ন্যশানল লাইব্রেরি অফ মেডিসিন জানাচ্ছে ভারতেও রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়। ১৯৯৫ সালে এই রোগে আক্রান্ত রোগীকে এই দেশে প্রথম চিহ্ণিত করা যায়। তারপর এ যাবৎ প্রায় ১৩৬৬ জনকে এই রোগে আক্রান্তকে শনাক্ত করা গিয়েছে। ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়বে বই কমবে না।

শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ এমনকী কোষও আক্রান্ত হয় এই রোগে। চিকিৎসকরা বলছেন SLE (সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস) একটি অটো ইমিউন ডিজিজ। চিকিৎসার মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়, না করলে মৃত্যু।

আর কিছু লক্ষ্যন দেখা যায় , যেগুলি হলো —-

  • তিন মাসের বেশি সময় ধরে একাধিক অস্থি সন্ধি ফুলে থাকা
  • খিঁচুনি
  • দীর্ঘমেয়াদি জ্বর
  • অস্বাভাবিক বুকে ব্যথা
  • হাতের তালুতে , নাকে কানে, গলায় ঘা
  • লালচে প্রস্রাব হওয়া
  • আঙুলের গোড়ার রঙ বদলে যাওয়া

‌এই ধরনের লক্ষ্মণ শরীরে দেখা দিলে অবশ্যই উচিৎ ডাক্তার দেখিয়ে নেওয়া । লুপাস সঠিক সময়ে চিকিৎসা না করলে তা ক্রমেই বাড়বে, তৈরি হবে নিত্যনতুন উপসর্গ। লুপাস ছোঁয়াচেও নয়। লুপাস রোগী যৌন সংসর্গও করতে পারেন।

 

 

 

 

Highlights

  1. লুপাস হাঁ এই রোগ তা শুধু মাত্র মহিলাদেরকেই আক্রমণ করছে
  2. ১৫ থেকে ৮৫ বছর বয়সী মহিলারা এই রোগের দ্বারা আক্রান্ত হন
  3. লুপাস সঠিক সময়ে চিকিৎসা না করলে তা ক্রমেই বাড়বে, তৈরি হবে নিত্যনতুন উপসর্গ

#Health     #Lupus 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন