করোনা , লক ডাউন , আমফন , পঙ্গপাল ,নিসর্গ আবার রক্ত চোষা জীবের হামলা । আর কি দেখতে হবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনা , লক ডাউন , আমফন , পঙ্গপাল , নিসর্গ আবার রক্ত চোষা জীবের হামলা । সত্যি আর কি কি দেখতে হবে আমাদের ? পৃথিবী কি তার সময় সীমা পেরিয়ে গেছে ? একটির পর একটি যেন সময় দিচ্ছে না ঘুরে দাঁড়ানোর বা বিশ্রাম নেবার ।

রক্তচোষা পোকা , সত্যি এক ধরণের পোকা যারা নাকি রক্ত খায় । তিন বছর আগে এই এক পোকার কারণে সার পৃথিবীতে মৃত্যু হয়েছিল দেড় লক্ষমানুষের । আবার সেই পোকার আতঙ্কই ফিরে এসেছে। রাশিয়ার সার্বিয়া অঞ্চলে সাধারণত নানারকম বিষাক্ত পোকা দেখা যায়। কিন্তু এই পোকা সবথেকে শক্তিশালী। বিষাক্ত এমন যে কামড়ালে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। আর করোনা সংক্রমণের মধ্যে হঠাৎ করে এই পোকার আতঙ্কে নাজেহাল হয়েছে রাশিয়ার প্রশাসন।

এখনো পর্যন্ত্য পাওয়া খবরে ৮৫০০ মানুষ এই পোকার দ্বারা আক্রান্ত হয়েছেন , যার মধ্যে ২০০০ শিশু আছে । এই পোকা কামড়ালে শরীরে এনসেফালাইটিসের কারণ হয়ে দাঁড়ায়। পোকার কামড়ে মস্তিস্কে চিরস্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া হাড়ের সংযোগস্থল এই পোকার কামড়ের পর ক্ষতির মুখে পড়তে পারে। সার্বিয়ার স্থানীয় এপিডেমোলজি সেন্টারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই রক্তচোষা পোকার কারণে ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে । এখনও পর্যন্ত দু’‌জন মানুষকে এই পোকার কামড়ের ফলে এনসেফালাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে । এছাড়া ইউরালসে ১৭ হাজার মানুষকে এই পোকা কামড়েছে। যার মধ্যে রয়েছে ৪৩৩৪ শিশু । এদের অনেকেরই হাড়ের রোগ দেখা দিয়েছে ।

Highlights

  1. করোনা , লক ডাউন , আমফন , পঙ্গপাল , নিসর্গ আবার রক্ত চোষা জীবের হামলা । সত্যি আর কি কি দেখতে হবে আমাদের ?
  2. রক্তচোষা পোকা , সত্যি এক ধরণের পোকা যারা নাকি রক্ত খায়
  3. তিন বছর আগে এই এক পোকার কারণে সার পৃথিবীতে মৃত্যু হয়েছিল দেড় লক্ষমানুষের

#Russia    #Epidemic

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন