Aadhaar PVC Card: মাত্র ৭৫ টাকায় বাড়িতেই আসবে ওয়াটারপ্রুফ আধার পিভিসি কার্ড! জানুন অনলাইনে আবেদনের সহজ পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Aadhaar PVC Card: বর্তমান সময়ে আধার কার্ড আমাদের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে দাঁড়িয়েছে। সরকারি কাজ থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজন, সবর্ত্রই এর ব্যবহার অপরিহার্য। কিন্তু কাগজের তৈরি সাধারণ আধার কার্ড অনেক সময় ভিজে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় বা দীর্ঘ দিন ব্যবহারে অস্পষ্ট হয়ে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধানে ইউআইডিএআই (UIDAI) সাধারণ মানুষের সুবিধার্থে নিয়ে এসেছে আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card)। এটি এটিএম বা প্যান কার্ডের মতোই প্লাস্টিকের তৈরি, যা অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী।

আধার পিভিসি কার্ডের বৈশিষ্ট্য ও খরচ

সাধারণ কাগজের কার্ডের তুলনায় এই পিভিসি কার্ড ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বা জল-প্রতিরোধী, তাই ভিজে নষ্ট হওয়ার ভয় নেই। এছাড়া এই কার্ডে কিউআর কোড (QR Code), হলোগ্রাম সহ একাধিক আধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য থাকে, যা ডিজিটাল ভেরিফিকেশনের জন্য অত্যন্ত কার্যকরী।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই কার্ড পাওয়ার জন্য আপনাকে কোনো এজেন্ট বা সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন নেই। ইউআইডিএআই-এর তথ্য অনুযায়ী, মাত্র ৭৫ টাকা খরচ করলেই স্পিড পোস্টের মাধ্যমে এই কার্ড সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই ৭৫ টাকার মধ্যেই জিএসটি এবং স্পিড পোস্টের ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ, এর বাইরে আপনাকে আর কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।

অনলাইনে আধার পিভিসি কার্ড অর্ডার করার পদ্ধতি

আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ থেকে এই কার্ড অর্ডার করতে পারেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • ধাপ ১: প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং হোমপেজে থাকা “Order Aadhaar PVC Card” অপশনে ক্লিক করুন।
  • ধাপ ২: এবার একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি (VID) সঠিকভাবে লিখুন। এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি নির্দিষ্ট স্থানে বসান এবং “Send OTP” বোতামে ক্লিক করুন।
  • ধাপ ৩: আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • ধাপ ৪: ভেরিফিকেশন হয়ে গেলে পেমেন্ট অপশন আসবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই (UPI) বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে ৭৫ টাকা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সফল হলে আপনি একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর বা এসআরএন (SRN) পাবেন, যা দিয়ে পরে স্ট্যাটাস চেক করা যাবে।

কবে হাতে পাবেন কার্ড?

আপনার অর্ডার কনফার্ম হওয়ার পর ইউআইডিএআই আপনার কার্ডটি প্রিন্ট করে ইএমএস স্পিড পোস্টের (EMS Speed Post) মাধ্যমে পাঠিয়ে দেবে। সাধারণত আবেদন করার পর ৫ থেকে ১০ টি কাজের দিনের (Business Days) মধ্যে এই কার্ড আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যায়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন