Aadhar Document Update: আধার কার্ড চালু রাখতে ডকুমেন্ট আপডেট করতে হবে! কিভাবে মোবাইলে ফ্রিতে আপডেট করবেন দেখুন?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আপনার কাছে কি আধার কার্ড রয়েছে? তাহলে দ্রুত অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট (Aadhar Document Update) করে নিন। UIDAI নাগরিকদের জন্য এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আপনি বাড়িতে বসেই মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে অনলাইনে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ১৪/০৬/২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন।

তবে আধার সেন্টারে গিয়ে ডকুমেন্ট আপডেট করতে হলে ৭৫ টাকা চার্জ দিতে হবে। অথচ একই কাজ আপনি নিজে অনলাইনে করলে একেবারেই বিনামূল্যে সম্পন্ন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট (Aadhaar Card Document Update Online Free) করবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার আগে প্রথমে দেখে নেওয়া প্রয়োজন, আদৌ আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা জরুরি কি না। শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করেই আপনি জানতে পারবেন, আপনার ক্ষেত্রে ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক কি না।

UIDAI জানিয়েছে, বিশেষ করে যাঁদের আধার কার্ড তৈরি হওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে এবং যাঁরা এতদিনে কখনও নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি কোনো তথ্য আপডেট করেননি, তাঁদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা প্রয়োজন।

UIDAI–এর মতে, এই ডকুমেন্ট আপডেট করলে পরিষেবা গ্রহণ আরও সহজ হবে, উন্নত পরিষেবা সরবরাহ নিশ্চিত হবে এবং পরিচয় যাচাই (Authentication)–এর সাফল্যের হার বৃদ্ধি পাবে।

আধার কার্ডের কাদের ডকুমেন্ট আপডেট করতে হবে? কিভাবে চেক করবেন, দেখুন –

১) সর্বপ্রথম আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর My Aadhaar পোর্টালে হোম পেজে থাকা “Check Aadhaar Validity” লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যাঁর আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন কি না জানতে চান, তাঁর আধার নম্বরটি উল্লেখ করুন।

৪) আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর, নিচে থাকা ক্যাপচার কোডটি উল্লেখ করে Proceed লেখার উপরে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে সেই নাগরিকের আধারে তথ্য যেমন – Age Band, Gender, State ও Mobile নম্বর লিংক থাকলে দেখতে পারবেন।

৬) আধার কার্ডে ডকুমেন্ট আপডেট বাধ্যতামূলক কিনা, তা যাচাই এর জন্য নিচে দেখতে পারবেন – “This Aadhaar Number Requires Document (Proof of Identity-POI document & Proof of Address-POA) Update” নামে একটি লেখা দেখা যাচ্ছে। যদি এরকম লেখা নিচে থাকে তাহলে সেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। আর না থাকলে সেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রয়োজন নেইন।

Aadhaar Card Document Update Status Check Link:- ক্লিক করুন 

আধার কার্ড ডকুমেন্ট আপডেট অনলাইন পদ্ধতি – Aadhaar Card Document Update Online Free 2026

১) সর্বপ্রথম আপনাকে My Aadhaar পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি মাই আধার পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Welcome to myAadhaar লেখার নিচে Log In এ ক্লিক করুন।

৩) যে ব্যক্তির আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে চান, তার আধার কার্ড নম্বর উল্লেখ করে Login With OTP তে ক্লিক করুন। আধারে লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে Log In করুন।

৪) এরপর Dashboard এ থাকা Document update এ ক্লিক করুন। এরপর Next এ ক্লিক করতেই আধারের Demographic তথ্য (নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ) আসবে, তা দেখে নিন ও I verify that the above details are correct এই বক্সে টিক মার্ক করে Next এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে 2MB এর মধ্যে JPEG/PNG কিংবা PDF ফাইলে। একটি পরিচয় পত্র (POI), অপরটি ঠিকানার প্রমাণ পত্র (POA)।

৬) পরিচয় পত্র [Proof Of Identity (POI) Document] নথি হিসেবে লিস্টে থাকা – ড্রাইভিং লাইসেন্স, বিবাহের সার্টিফিকেট, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাশবই, পাসপোর্ট, জব কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্যান কার্ড, রেশন কার্ড, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC), স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে আপলোড করুন।

ঠিকানার প্রমান [Proof Of Address (POA)] হিসাবে লিস্টে থাকা – ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাশবই, পাসপোর্ট, প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC), বিদ্যুৎ / জল / গ্যাসের বিল, স্কুল সার্টিফিকেট, ইনসুরেন্সের নথি ইত্যাদির মধ্যে যেকোনো একটি আপলোড করুন।

৭) পরিচয় পত্র ও ঠিকানা প্রমান পত্র আপলোড হয়ে গেলে নিচের বক্সে টিক মার্ক করে Next এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে আবেদন Preview দেখে নিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর হোম পেজে থাকা My Online Request এর মধ্যে দেখতে পারবেন Document Update এর Status। আবেদন এপ্রুভ হয়ে গেলে সেখান এপ্রুভ লেখা চলে আসবে। এছাড়াও আবেদন করার পর পাওয়া Acknowledgement রসিদে থাকা SRN Number দিয়ে My Aadhaar Portal এ আসার পর Check enrolment or update status এ ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন।

My Aadhaar Poratl Aadhaar Document Update Link:- ক্লিক করুন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন