ABC ID বানান মাত্র কয়েক মিনিটে! ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক, জানুন সম্পূর্ণ স্টেপ-বাই-স্টেপ পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ABC ID: বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট (Academic Bank of Credit) বা ABC ID একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলাপ থেকে শুরু করে একাধিক একাডেমিক কাজে এই আইডি বাধ্যতামূলক করা হয়েছে। এই আইডি ছাড়া আবেদনপত্র বাতিল পর্যন্ত হতে পারে। ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই এই আইডি তৈরি করা যায়। আজকের এই প্রতিবেদনে আমরা ডিজিলকারের সাহায্যে ABC ID তৈরির প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করব।

ডিজিলকারের মাধ্যমে ABC ID তৈরির পদ্ধতি

যাঁদের ডিজিলকারে অ্যাকাউন্ট নেই, তাঁদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যাঁদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা সরাসরি লগইন করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে পারেন।

ধাপ ১: ডিজিলকার ওয়েবসাইটে প্রবেশ ও সাইন আপ (Sign Up)

  • সর্বপ্রথম, আপনার কম্পিউটারের বা মোবাইলের ব্রাউজার খুলে গুগলে “DigiLocker” লিখে সার্চ করুন।
  • সার্চের ফলাফলে আসা প্রথম সরকারি ওয়েবসাইটটিতে (digilocker.gov.in) ক্লিক করে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটের হোমপেজে উপরের ডানদিকে থাকা “Sign Up” অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে আপনার আধার কার্ড অনুযায়ী সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন:
    • সম্পূর্ণ নাম (Full Name)
    • জন্মতারিখ (Date of Birth)
    • লিঙ্গ (Gender)
    • মোবাইল নম্বর (Mobile Number)
    • ইমেল আইডি (Email ID)
    • একটি ৬ সংখ্যার সিকিউরিটি পিন সেট করুন, যা আপনার পাসওয়ার্ড হিসেবে কাজ করবে।
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Submit” বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

ধাপ ২: সাইন ইন (Sign In) এবং ডকুমেন্ট সার্চ

  • অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে হোমপেজে ফিরে এসে “Sign In” অপশনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ৬ সংখ্যার সিকিউরিটি পিন দিয়ে লগইন করুন। পুনরায় আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করলেই আপনার প্রোফাইল খুলে যাবে।
  • প্রোফাইল ড্যাশবোর্ডের বাম দিকের মেনু থেকে “Search Documents” অপশনে ক্লিক করুন।
  • সার্চ বারে “ABC ID” বা “Academic Bank of Credit” লিখে সার্চ করুন।

ধাপ ৩: তথ্য পূরণ এবং আইডি জেনারেট

  • সার্চ রেজাল্ট থেকে “ABC ID Card” অপশনটি সিলেক্ট করুন।
  • পরবর্তী পেজে আপনার নাম, জন্মতারিখ এবং লিঙ্গ আধার কার্ড অনুযায়ী অটোমেটিক পূরণ হয়ে থাকবে।
  • আপনাকে কয়েকটি অতিরিক্ত তথ্য পূরণ করতে হবে:
    • Identity Type: ড্রপডাউন মেনু থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি বেছে নিন (যেমন- Roll Number, Registration Number, New Admission ইত্যাদি)।
    • Identity Value: আপনি যে Identity Type বেছে নিয়েছেন, তার সংশ্লিষ্ট নম্বরটি এখানে লিখুন।
    • Admission Year: আপনি যে সালে আপনার বর্তমান কোর্সে ভর্তি হয়েছেন, সেই সালটি নির্বাচন করুন।
    • Institution Name: এখানে আপনার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম সার্চ করে তালিকা থেকে বেছে নিন।
  • সব তথ্য দেওয়া হয়ে গেলে, নিচের চেকবক্সে টিক দিয়ে “Get Document” বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনার ABC ID Card তৈরি হয়ে যাবে। আপনি “Issued Documents” সেকশন থেকে এটি দেখতে এবং পিডিএফ (PDF) ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফাইলে আপনার ছবি, নাম এবং একটি ইউনিক ১২ সংখ্যার ABC ID নম্বর থাকবে। এই নম্বরটি ভবিষ্যতের সমস্ত একাডেমিক কার্যকলাপের জন্য সাবধানে সংরক্ষণ করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন