AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা? দেখে নিন এক ক্লিকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শীত চলে গেলেই তীব্র গরম পড়তে পারে বাংলায়। এখনই বাড়িতে বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে। তবে, আর কিছুদিন পরে এসিও চালানো শুরু করতে হবে। যাদের বাড়িতেই এসি রয়েছে, তাদের নতুন করে কোনও ইলেকট্রিসিটির লোড বাড়ানোর প্রয়োজন নেই। তবে, আপনি যদি বাড়িতে নতুন এসি লাগাতে চান, তবে আপনাকে মিটারের লোড বাড়াতে হবে। একটি এসি সর্বনিম্ন এক কিলোওয়াটের লোড বাড়ায়। আপনার মতো অনেকেই মিটারের লোড না বাড়িয়ে এসি লাগালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। লোড না বাড়ালে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানতে পারবে না ঠিক কতটা বিদ্যুৎ প্রয়োজন ওই এলাকার জন্য। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেয়। না হলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হতে পারে।

অনেক গ্রাহকই নির্ধারিত লোডের বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন। এনিয়ে অনেক অভিযোগও রয়েছে। আপনি যদি কলকাতার বাসিন্দা হন ও সিইএসসি-র গ্রাহক হন, তবে আপনার জন্য এই প্রতিবেদনটি। এখানে আপনি জানতে পারবেন ইলেকট্রিসিটির লোড বাড়তে আপনাকে কী করতে হবে? কোথায় আবেদন করতে হবে?

আরও পড়ুন:- ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন? প্রস্তুতি শুরু করার আগে জেনে নিন এই টিপসগুলি। পরীক্ষা দিয়ে আপনিও পাবেন স্বপ্নের কলেজ

CESC জানিয়েছে যে তারা আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মিটারের লোড বাড়িয়ে দেবে। আপনি অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারেন। অনলাইনে লোড বাড়ানোর আবেদন করতে আপনাকে https://www.cesc.co.in/-এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন করতে পারে। এছাড়াও, আপনার বাড়ির কাছাকাছি কোনও সিইএসসি অফিসে গিয়েও আবেদন জমা করতে পারেন। মনে রাখবেন মিটারের লোড বাড়াতে আপনাকে টাকা দিতে হবে। কত লোড বাড়াতে চান, তার ওপরেই নির্ভর করছে কত টাকা দিতে হবে।

কত টাকা লাগবে

১ টনের এসি লাগানোর জন্য আপনাকে অতিরিক্ত ২ কিলোওয়াট লোড বাড়াতে হবে। তার জন্য ১০ হাজার টাকার আশপাশে খরচ হতে পারে। আর দেড় টনের এসি লাগানোর জন্য আপনাকে আড়াই কিলোওয়াট লোড বাড়াতে হবে। তার জন্য চার্জ দিতে হবে ১২ হাজার টাকার কিছু বেশি।

হেল্পলাইন নম্বরগুলি হল

  • ১৯১২
  • ০৩৩-৪৪০৩১৯১২
  • ০৩৩-৩৫০১১৯১২
  • ১৮৬০৫০০১৯১২

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

আরও পড়ুন:- পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলেন? ভাষা দিবসে আশ্চর্যজনক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন