AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

small room

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তীব্র গরমে অতিষ্ট অবস্থা সবার। এমন সময় ঘর ঠান্ডা রাখতে সিক্রেট টিপস রুফ পেইন্ট (Roof Paint). বলা হচ্ছে অনন্য বারের তুলনায় এইবার
অনেক বেশি গরম পড়বে। অত্যাধিক এই গরম সহ্য করতে না পেরে সকলেই বাড়িতে বাড়িতে এসি বসাচ্ছেন। কিন্তু মুখে বললেই তো আর হল না, বাড়িতে এসি (AC) বসাতে হলে থোক টাকার বন্দোবস্ত রাখতে হবে। এসি বসানোর পর তার মেইনটেনেন্স করতে হবে। আবার, মাসে বিদ্যুতের বিলও বেশি আসবে। তাহলে এখন উপায়? সেই সিক্রেট রইল আজকের প্রতিবেদনে।

Roof Paint Process In Summar

দিনের বেলায় সূর্যের তাপে ঘর চূড়ান্ত উত্তপ্ত হয়ে উঠছে। আর সেই গরম ধীরে ধীরে ছাদ থেকে ঘরে প্রবেশ করছে। এমনকি অনেক ক্ষেত্রে এও দেখা যাচ্ছে যে এসি ঠিকভাবে কাজ করছে না। এ সময় আপনার ঘর ঠান্ডা রাখতে Roof Paint. মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই আপনার ঘর ঠান্ডা থাকবে। বিশেষজ্ঞদের দাবি, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন

রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি আসলে কী?

রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি হল একটি বিশেষ পদ্ধতি। এটি মূলত আপনার ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে। এই স্তর সূর্যালোকের বেশিরভাগ অংশ শোষণ করে নেয়। ফলস্বরূপ ছাদ আর অতিরিক্ত গরম হয় না ও তলার ঘর ঠান্ডা থাকে। এই পদ্ধতির জন্য দরকার এক বিশেষ ধরনের মিশ্রণ। আর এই মিশ্রণের উপকরণ গুলিও খুব সহজে বাজার থেকে কিনতে পাওয়া যায়।

মিশ্রণের উপকরণগুলি কি কি?

সাধারণত একটি ঘরের ছাদের জন্য দরকার হবে ৫ কেজি কলিচুন, দরকার হবে প্রায় ১.৫ কেজি হোয়াইট সিমেন্ট, ১.৫ লিটার লিকুইড ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড। আর এই সমস্ত উপকরণ কেনার জন্য আপনার খরচ হবে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা।

এই মিশ্রণ কিভাবে বানাবেন?

আপনাকে যেটা করতে হবে, মিশ্রণ বানাতে হলে আগেরদিন রাতে চুনটিকে জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে খেয়াল করবেন, যাতে সিলভারের বালতি বা খালি ট্রেতে রাখা যায়। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে সব উপকরণগুলি মিশিয়ে নিন একসঙ্গে। এরপর তৈরি করুন ঘন একটি তরল। এরপর ছাদে মিশ্রণটি ঢেলে নিন আর তারপর ঝাঁটা দিয়ে ছড়িয়ে দিন। যখন দেখবেন যে ছাদ শুকিয়ে যাবে, তখন বিকালের দিকে হালকা করে জল ছিটিয়ে দিন, মিশ্রণটি এতে আরো শক্তভাবে ছাদের সঙ্গে বসে যাবে।

উপসংহার: আপনি যদি একবার এই পদ্ধতি আপনার ছাদে অবলম্বন করেন, তাহলে ছাদ কম গরম শোষণ করবে। যার ফলে ঘর ঠান্ডা থাকবে। আপনাকে আর এসির উপর নির্ভর করতে হবে না। আর আপনার বিদ্যুতের খরচ কম হবে। আর সবথেকে বড় ব্যাপার হল, এতে কিন্তু আপনার ছাদের কোন ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আগের থেকেও টেঁকসই।

আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন