Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চাকরির দেখা নেই। হতাশ হয়ে পড়ছেন। বিকল্প কর্মসংস্থানের’ নতুন প্রতিবেদন। চাকরি ছাড়াও অন্যান্য লাভজনক পেশা রয়েছে। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে একটি লাভজনক ব্যবসা রমরমিয়ে চলছে। এই প্রতিবেদনে যে ব্যবসার কথা বলতে যাচ্ছি তা হলো ড্রাগন ফলের চাষ।ড্রাগন কথাটা শুনে অনেকের হয়তো নতুন লেগে থাকবে।
ড্রাগন ফলের চাষ করে অনেকে লাভবান হয়েছেন এবং খুব কম খরচে ব্যবসাটি শুরু করা যায়। যেহেতু এক ধরনের চাষ তাই আমরা বাড়ির প্রায় কমবেশি সকলেই একটু হাতে হাত লাগিয়েই ব্যবসায় আরও উন্নতি করতে পারব। বাড়ির সংলগ্ন কোনো পতিত জমি থাকলে সেটিকে চাষযোগ্য জমি করে নিয়ে সেখানেও আমরা এই চাষ করতে পারি।
ড্রাগন এই ফলটি এক ধরনের ক্যাকটাস প্রজাতির ফল। ফলটি আমেরিকার প্রসিদ্ধ একটি ফল কিন্তু বর্তমান আমাদের দেশেও এই ফলটি চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। ড্রাগন ফলের আরেকটি নাম হল পিটায়া ফ্রুট। ড্রাগন ফলের প্রজাতি- ড্রাগন ফল ৩ টি প্রজাতির হয়, যথা- সাদা, লাল ও হলুদ।
ড্রাগন ফলের উপকারিতা- ফলটি হাঁপানি, সর্দি, কাশি, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস ইত্যাদি রোগে যথেষ্ট উপকারী। ঔষুধি গুন থাকায় অন্যান্য ফলের চেয়ে ফলের চাহিদা খুব বেশি এবং দামও আকাশ ছোঁয়া। তাই ড্রাগন ফল চাষ করে ক্ষতির ভয় নেই।
বেলে মাটিতে এই চাষ সবথেকে ভালো হয় তবে খুব অম্ল ক্ষার মাটি ছাড়া সব জমিতে চাষ করা যেতে পারে। চাষযোগ্য জমিতে যেন কোনোভাবেই জল না দাঁড়ায়, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ও রাঢ় অঞ্চলে -এর চাষ ভালো হয়। চাষের জন্য উপযুক্ত সময় হল এপ্রিল থেকে অক্টোবর। বছরে প্রায় ছয় থেকে সাত মাস ধরে এই গাছটিতে ফল পাওয়া যায় এমনকি প্রায় ৩০ বছর ধরে গাছটি ফল দেয়। এই চাষ করতে গিয়ে খুব একটা খরচ নেই বললেই চলে কিন্তু এক বছর পর থেকে বছরে কমপক্ষে ২০ লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু আগ্রহী কৃষক এই চাষ শুরু করেছেন। লাভের মুখ দেখছেন। নিজের বেকারত্বের জ্বালা মেটাতে আজকেই শুরু করতে পারেন এই চাষ।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল