AI-এর মাধ্যমে প্রকাশিত হলো বিশ্বের প্রথম খবরের কাগজ, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রকাশিত হলো দৈনিক সংবাদপত্র। ইতালির এক সংবাদপত্র এআই-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, এটি বিশ্বের প্রথম সংবাদপত্রের এডিশন, যা সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

ইতালিয়ান সংবাদপত্র ‘ইল ফগলিও’ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সংবাদপত্র প্রকাশের বিষয়টি নিয়ে গত এক মাসের বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। অবশেষে মঙ্গলবার প্রথম প্রকাশিত হয়েছে এআই জেনারেটেড এডিশন। চার পাতার ‘ইল ফগলিও এআই’ এডিশন ব্রডশিটের সঙ্গেই পাঠকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওই ইতালিয়ান সংবাদপত্রের এডিটর ক্লডিও সেরাসা বলেছেন, ‘এটি বিশ্বের প্রথম দৈনিক সংবাদপত্র যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে তৈরি হয়েছে।’ তিনি জানিয়েছেন, সংবাদপত্র তৈরির সমস্ত কাজই করেছে এআই। অর্থাৎ নিউজ় কপি, কপির সামারি, হেডলাইন, পেজ মেকিংয়ের কাজের পুরোটাই হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। আগামীতে সংবাদপত্র প্রকাশনার একটি বড় অংশের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হবে বলেও মনে করেন ওই ইতালিয়ান সংবাদপত্রে সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাংবাদিকের ভূমিকা হবে এআই টুলে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং সেই প্রশ্নের উত্তর পড়া।’

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ইল ফগলিও এআই’ এডিশনের প্রথম পাতায় ছাপা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রিক খবর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও আর্টিকেশ রয়েছে সেই এডিশনে। এ ছাড়াও রয়েছে ইতালির অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদন। এ রকম একাধিক প্রতিবেদন রয়েছে এআই-এর তৈরি নিউজ় পেপারে। এই সমস্ত প্রতিবেদনে কোনও ব্যকরণগত ভুল নেই। সহজ ভাষাতেই তা লেখা হয়েছে। তবে এই সমস্ত প্রতিবেদনে কোনও ব্যক্তির বক্তব্য অবশ্য নেই।

সংবাদ প্রকাশের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কী ভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম। এর আগে বিবিসি জানিয়েছিল, গ্রাহকদের নির্বাচিত কনটেন্ট দেওয়ার জন্য এআই টুল ব্যবহার করছে। তাহলে কী সংবাদমাধ্যমের ভবিষ্যত নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা? ‘ইল ফগলিও’-র পদক্ষেপে সেই আশঙ্কা আরও জোরালো হলো।

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন