AIIMS Staff Recruitment : এবার 1300+ শূন্যপদে গ্রুপ বি ও সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

AIIMS Staff Recruitment: চাকরি প্রার্থীদের জন্য পুনরায় নতুন একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS)। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৩৮৩ টি। অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- শূন্য পদের নাম? কোন কোন পদে মোট কত শূন্য পদে রয়েছে? আবেদনের যোগ্যতা? আবেদন পদ্ধতি কি রয়েছে? আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন করুন।

AIIMS Staff Recruitment

সম্পর্কিত পোস্ট

NIT দূর্গাপুরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – NIT Durgapur Job Recruitment

পদের নাম

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS) কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন এখানে শূন্য পদের নাম হল গ্রুপ – বি এবং গ্রুপ – সি পদ। পদ সংক্রান্ত তথ্য আরো বিস্তারিত পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক দেওয়া রয়েছে।

শূন্য পদের সংখ্যা

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS) গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন এখানে মোট শূন্য পদের সংখ্যা ১৩৮৩ টি। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা কত রয়েছে তা বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।

বয়স সীমা

অনলাইন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

হাসপাতাল অ্যাটেনডেন্ট, মর্গের অ্যাটেনডেন্ট, মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম/ম্যাট্রিকুলেশন সম্পূর্ণ করতে হবে। ল্যাব টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান পদের জন্য ১০+২/ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা। পেশাদার পদের জন্য স্নাতক ডিগ্রি (বি.এসসি., বি.টেক., বি.ফার্মেসি, বিপিটি, বিওটি ইত্যাদি)। সিনিয়র টেকনিক্যাল পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি (এম.এসসি., এম.টেক., এমপিটি ইত্যাদি)। নার্সিং পদের জন্য বি.এসসি. নার্সিং, জিএনএম সম্পূর্ণ করতে হবে।

আবেদন পদ্ধতি

অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS) অফিশিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। অফিসে ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন এর প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হলে শেষে আবেদন মূল্য প্রদান করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, প্যান কার্ড প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র। সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার প্রভৃতি।

আবেদন তারিখ

চাকরি প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় ১৪ নভেম্বর ২০২৫ থেকে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অংশগ্রহণ জানতে পারবেন। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা উপরে প্রদত্ত যোগ্যতার অধিকারী হয়ে থাকলে অতিসত্বর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এছাড়াও উক্ত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো কোন প্রশ্ন থেকে থাকলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আরও পড়ুন

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুসংবাদ! এক ধাক্কায় বিপুল বেতন বৃদ্ধি হচ্ছে – জারি নশা বিজ্ঞপ্তি- WB Govt Employees Pay Commission

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন