Amir Khan Muttaqi | দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সন্ত্রাস দমনে একযোগে কাজের বার্তা!

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকির (Mawlawi Amir Khan Muttaqi) মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠকের পর ভারত কাবুলে তাদের ‘টেকনিক্যাল মিশন’-এর মর্যাদা বাড়িয়ে সেটিকে পূর্ণাঙ্গ ‘ভারতীয় দূতাবাস’-এ উন্নীত করার ঐতিহাসিক ঘোষণা করেছে। এদিনের এই বৈঠকে উভয় পক্ষই সন্ত্রাসবাদের মোকাবিলায় একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

এই প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ভারত আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে গভীরভাবে আগ্রহী এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারত সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও স্থিতিস্থাপকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মানবিক সহায়তা ও বন্ধুত্বের নিদর্শন স্বরূপ জয়শঙ্কর আফগানিস্তানের জন্য ছয়টি নতুন প্রকল্পের ঘোষণা করেন। এর পাশাপাশি, সদিচ্ছামূলক পদক্ষেপ হিসেবে ২০টি নতুন অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। তিনি আরও জানান, আফগান হাসপাতালগুলির জন্য এমআরআই (MRI) ও সিটি স্ক্যান (CT Scan) মেশিন সরবরাহ করা হবে। টিকাকরণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনও পৌঁছে দেওয়া হবে।

বৈঠক চলাকালীন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি এও নিশ্চিত করেছেন যে, তাঁর দেশ অন্য কোনও দেশকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেবে না। তিনি আরও উল্লেখ করেন যে, আফগানিস্তান কখনোই ভারতের বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি। মুত্তাকি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিতে আফগানিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন