Amit Shah | সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন অমিত শা, বাংলার জন্য মায়ের কাছে চাইলেন ‘বিশেষ আশীর্বাদ’

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। চতুর্থীর সকালে গোটা বাংলার জন্য বিশেষ বার্তা শোনা গেল শায়ের গলায়। বললেন, ‘ভোটের পর বাংলায় এমন সরকার তৈরি হোক যে সোনার বাংলা গড়তে পারে।’

প্রায় দু’বছর পর বিজেপি নেতা সজল ঘোষের পুজো উদ্বোধনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। চতুর্থীর সকালে পুজো মণ্ডপ উদ্বোধনের পর তিনি বলেন, ‘আমি দেশবাসী ও বাঙালিদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রিতে ন’দিন যাবৎ মায়ের পুজো এখন পুরো বিশ্বে চর্চিত। আর বাংলার এই দুর্গাপুজোর ঐতিহ্য গোটা বিশ্ব দেখে। ন’দিন ধরে পুরো বাংলা শক্তি পুজো করে। আমিও এই মণ্ডপে মায়ের পুজো করলাম। মায়ের সামনে প্রার্থনা করলাম, ভোটের পর বাংলায় এমন সরকার তৈরি হোক যে সোনার বাংলা গড়তে পারে। আমাদের বাংলায় আবারও শান্তি ফিরে আসুক। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা আমরা যেন বানাতে পারি।’

আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’

পাশাপাশি টেনে আনেন সম্প্রতি কলকাতায় একরাতের প্রবল বৃষ্টিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রসঙ্গ। তাঁর কথায়,  ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা প্রত্যকেই তাদের পাশে আছি।’

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন