উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নানুরের হাটসেরান্দি গ্রাম। সেখানে চলছে জমজমাট দুর্গাপুজোর আয়োজন। একেই গ্রামের বাড়ি, তার ওপর এমন দুই মানুষ সেখানে উপস্থিত যাদের সঙ্গে ‘বিতর্ক’ শব্দটি যেন ছায়াসঙ্গীর মতো জুড়ে রয়েছে। তবুও সবকিছু উপেক্ষা করে তাঁরা আছেন স্বমহিমায়। যেন কোনও বিতর্ক, সমালোচনা তাঁদের স্পর্শ করতে পারেনি। তাই তো বাবা-মেয়ে মজেছিলেন সেলফিতে। এতক্ষণ যাদের কথা বলছি, তাঁরা হলেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যার।