উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষ রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অত্যন্ত কাছের। সারা বছর নানান ব্যস্ততার মধ্যে দিন কাটলেও ভাইফোঁটার সকালটা শুরু হয়েছিল অন্যভাবে। ‘দাদা’ অরূপ বিশ্বাসের মঙ্গল কামনায় ফোঁটা দিতে নবনীড় বৃদ্ধাশ্রমে ভিড় জমিয়েছিলেন বিধায়ক, সাংসদ এমনকি টলিউডের একাধিক তারকা বোনেরা। তবে সকলের মধ্যে ‘দাদা’র কাছে বিশেষ আবদার করলেন ‘বোন’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমার বৌদি চাই।’ বছর ৬০-এর ‘অকৃতদার’ অরূপ বোনের কথা রাখবেন কিনা জানতে আগ্রহী সকলেই।
প্রতি বছর নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার এলাহি আয়োজন করেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তসরের পাঞ্জাবী পরে অরূপ ধরা দিলেন ক্যামেরায়। ঋতুপর্ণা থেকে অপরাজিতা, শ্রাবন্তী থেকে কৌশানি কিংবা সায়ন্তিকা থেকে জুন সবাই ‘দাদা’ অরূপের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন। বাদ যায়নি টলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীরাও। ছিল এলাহি খাওয়াদাওয়ার আয়োজনও। ভাত, ডাল, ঘি, লংকার পকোড়া, কচুরলতি চিংড়ি দিয়ে, কই মাছ, বেগুন সুন্দরী, মাটন, চালতার চাটনি, পাপড়, মিষ্টি, নলেনগুড়ের আইসক্রিম, পান। এছাড়াও উপহার হিসেবে বোনেদের জন্য ছিল দামি শাড়ি।
তবে এত কিছুর মাঝে অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকার (Sayantika Banerjee) আবদার যেন আলাদাভাবে নজর কাড়ল। এক মুহূর্ত কিছু না ভেবে অরূপকে বললেন, ‘দাদা আমরা কবে বৌদিকে পাব? আমার বৌদি চাই!’ যদিও বোনের আবদার নিয়ে কিছুই বলেননি অরূপ বিশ্বাস।














