Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার কলকাতাতেও এটিএম জালিয়াতির অভিযোগ, প্রতারণার শিকার একাধিক গ্রাহক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম-এ। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন একাধিক গ্রাহক। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও টাকা বেরোয়নি মেশিন থেকে। বরং কার্ড লক হয়ে যায় এবং বহু চেষ্টা করেও তা বার করতে পারেননি গ্রাহকরা। এরপর তাঁরা একটি হেল্প লাইন নম্বরে ফোন করলে তাঁদের কিছু পরামর্শ দেওয়া হয়। কিন্তু তা মানার পরেই ধাপে ধাপে ওই গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যায়। সূত্রের খবর, একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন একই এটিএম ব্যবহার করে।