Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়তে চলেছে এটিএম চার্জ। ১ মে ২০২৫ থেকে এটিএম ব্যবহারের জন্য বেশি চার্জ দিতে হবে। এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার নির্দিষ্ট সময়সীমা পেরোলেই চালু হবে নয়া নিয়ম। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম পরিষেবায় ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
কোন ক্ষেত্রে কত টাকা বাড়ানো হবে?
টাকা তোলার ক্ষেত্রে – ১৭ থেকে ১৯ টাকা বাড়ানো হবে প্রতি লেনদেনে
ব্যালেন্স চেক করার ক্ষেত্রে – ৬ থেকে ৭ টাকা বাড়ানো হবে প্রতি লেনদেনে।
তবে এই চার্জ তখনই নেওয়া হবে যখন এক মাসে বিনামূল্যে পরিষেবার লেনদেনের সময়সীমা পেরিয়ে যাবে। মেট্রো শহরগুলিতে হোম ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কগুলির এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা পাঁচটি। যেখানে মেট্রো শহর বাদে বিনামূল্যে লেনদেনের সীমা তিনটি। জানা যায়, হোয়াইট লেবেল এটিএম অপারেটররা ফি বাড়ানোর কথা বলছিল। তাদের যুক্তি ছিল, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের পরিপ্রেক্ষিতে পুরনো ফি যথেষ্ট নয়। সেই কারণে এখন ফি বাড়ানো হল।
আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
এছাড়াও জানা গেছে, এটিএম-এর চার্জ একই থাকার ফলে চাপের মধ্যে পড়েছিল ছোটো ব্যাঙ্কগুলো। কারণ তাদের পরিকাঠামো সীমিত। তাদের অনেকক্ষেত্রে অন্য ব্যাঙ্কের এটিএম-এর উপর নির্ভর করে থাকতে হয়। সেক্ষেত্রে তারা চাইছিল নিজেদের গ্রাহকরা যাতে তাদের এটিএম-ই ব্যবহার করে।
এদিকে সম্প্রতি জানা যায়, এটিএম গ্রাহকদের প্রত্যেক লেনদেনে যে চার্জ দিতে হয়, তার ফলে গত পাঁচ অর্থবর্ষে দু’ হাজার কোটি টাকারও বেশি আয় হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
গ্রাহকদের থেকে এই অতিরিক্ত চার্জ নিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গত পাঁচ অর্থবর্ষে কত টাকা আয় হয়েছে? সোমবার সংসদে দাঁড়িয়ে তৃমমূল সাংসদ মালা রায় এই প্রশ্ন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। তাতে জানা যায়, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত এই খাতে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের আয় হয়েছে দু’ হাজার ৪৩ কোটি টাকা।
আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন
আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে