ATM থেকে তুলে নেওয়া হবে সব ৫০০ টাকার নোট ! কী নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এটিএম থেকে আর মিলবে না ৫০০ টাকা (500 Rupees Note)! সম্প্রতি এমনই একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু ফরওয়ার্ডের মেসেজ স্পষ্ট লেখা থাকছে যে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে আর এটিএম-এ ৫০০ টাকার নোট রাখা যাবে না। এমনকি তা নিয়ে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে। তবে আদৌ কি এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই? চলুন বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

PIB-র ফ্যাক্ট চেক কী বলছে?

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের ফ্যাক্ট চেক বিভাগের মাধ্যমে সম্প্রতি জানিয়েছে, এই ভাইরাল বার্তাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। তাদের অফিসিয়াল এক্স স্যান্ডেলে তারা স্ক্রিনশট সহ জানিয়েছে যে, রিজার্ভ ব্যাংক এরকম কোনো নির্দেশ দেয়নি, আর এটিএম-এ ৫০০ টাকার নোট থাকবে। এই ধরনের ভুয়ো তথ্য বিশ্বাস করবেন না।

ভাইরাল মেসেজে কী লেখা ছিল?

যে মেসেজটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে, রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংককে নির্দেশ দিয়েছে যে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের এটিএম থেকে ৫০০ টাকার নোট সরিয়ে ফেলতে হবে। শুধুমাত্র ২০০ টাকা আর ১০০ টাকার নোট রাখতে হবে। তাই এখন থেকে হাতে রাখা ৫০০ টাকার নোট বাতিল করা শুরু করুন। আর এই বক্তব্য শুনে অনেক মানুষ আতঙ্কে পড়ে গিয়েছিলে, যাদের কাছে বিশেষ করে বড় নোট ছিল।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন