অতিরিক্ত অর্থব্যয় হচ্ছে ? এই উপায় গুলি অবলম্বন করুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- অর্থ উপার্জন করতে যতটা কষ্ট করতে হয় আর ঠিক তার বিপরীতে ততটাই সহজ হয় অর্থব্যায় করা। আমরা সকলেই চাই , অর্থ সর্বদা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে থাকুক। তবে অনেক সময় দেখতে পাওয়া যায়, উপার্জন যথেষ্ট হওয়া সত্ত্বেও সঞ্চয় একেবারেই হয় না। বরং ব্যয় হয় বিপুল। সেই ক্ষেত্রে কিছু উপায় রয়েছে অর্থকে নিজের কাছে বেঁধে রাখার। সেগুলি সঠিক ভাবে পালন করতে পারলেই  উপকার পাওয়া যাবে। তবে চলুন উপায়গুলি দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :- ব্যবসায় উন্নতি চান ? যেকোনো শুভ দিনে ই পুজো করে ফেলুন

১. ব্যবসার জায়গায় বা দোকানে সব সময় সবুজ রঙের পাপোষ ব্যবহার করুন এবং সেই পাপোষের নীচে কিছুটা ফটকিরি রেখে দিন।

২. বাড়িতে বা ব্যবসা ক্ষেত্রে আলমারিতে টাকা রাখার জায়গায় একটি এক টাকার কয়েন, একটি লবঙ্গ এবং একটি এলাচ লাল কাপড়ে হলুদ সুতো দিয়ে মুড়ে রেখে দিন। খুব ভাল ফল পাবেন।

niladri misra

৩. মাথায় রাখবেন মানিব্যাগ কোনও সময় খালি রাখতে নেই, সব সময় টাকা পয়সা কিছুটা হলেও রেখে দিতে হয় মানিব্যাগে এবং ছেঁড়া মানিব্যাগ কখনও ব্যবহার করতে নেই।

৪. আমরা সাধারণত গঙ্গাজল ঠাকুরঘরে ছড়াই। ঠাকুরঘরের সাথে সাথে গঙ্গার জল সকাল-সন্ধ্যা দু’বেলা প্রত্যেকটি ঘরে ছিটিয়ে দিন, খুব ভাল ফল পাবেন।

৫. এই কাজটি বাড়িতে করতে হবে। একটি রুপোর বাটিতে রুপোর একটি লক্ষ্মীমুর্তি নিতে হবে, তার পর লাল অথবা গোলাপি রঙের গোলাপ ফুল জোগাড় করতে হবে।  রুপোর বাটিতে মা লক্ষ্মীর মুর্তি রেখে তাঁর মাথার উপর দিয়ে কয়েকটি গোটা এলাচ এবং গোলাপের পাপড়ি ছড়িয়ে দিতে হবে। এই কাজটি করতে হবে শুক্রবার সকাল বেলা স্নান করার পর এবং এই ক্রিয়া চালিয়ে যেতে হবে পর পর ২১টি শুক্রবার। প্রতি শুক্রবার যখন নতুন ভাবে ক্রিয়াটি করা হবে, পুরনো উপকরণগুলি জলে ( পুকুর বা নদী ) দিয়ে দিতে হবে। আপনার যদি রুপোর বাটি সম্ভব না হয় তবে স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। এরই সাথে নিচে দেওয়া মন্ত্রটি ২১ বার জপ করবেন।

মন্ত্র: ওঁ শ্রী শ্রী মহালক্ষ্মীয়ৈ নমঃ

আরো পড়ুন :- পরিবারে শান্তি ফেরাতে চান ? বিশেষ কয়েকটি বিষয়ের উপর নজর রাখুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন