Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রতিবেশী এমন একটা জিনিস যা আপনি চাইলেও বদলাতে পারবেন না। আর বদলাতে চাইলে আপনাকে নিজেকেই হয়তো বাড়ি-ঘর ছেড়ে অন্য কোথাও যেতে হবে। আর সেখানে গিয়েও যে প্রতিবেশী পাবেন না এমনটা নয়। সেখানেও আপনি প্রতিবেশী পেতে পারেন। আর আপনার প্রতিবেশী হোক বা আত্মীয়স্বজন কে আমাদের ভাল চায় আর কে আমাদের খারাপ চায় তা আমরা সঠিক ভাবে বুঝে উঠতে পারি না। কিন্তু তাঁদের কুনজরে পড়ে অনেকেই অনেক সময় খুবই নাজেহাল হয় ও নানা রকম ক্ষতি হয়ে যায়। বিভিন্ন কারণে আমরা মানুষের হিংসার শিকার হয়ে থাকি।
আরো পড়ুন :- রাশি মেনে রত্ন ধারণ করলে পাবেন শুভ ফল, আপনার জন্য কোন রত্ন জেনেনিন
তবে যেকোনো মানুষের জীবনে বড় হতে গেলে প্রয়োজন হয় চেষ্টার, হিংসার নয়। প্রতিবেশীর হিংসার কবল থেকে রক্ষা পেতে বাড়িতে কিছু গাছ লাগানো উচিত। এই সব গাছ কুনজর থেকে রক্ষা করতে সাহায্য করবে। গাছগুলো হয়তো আমাদের খুবই পরিচিত, বা প্রায় সব বাড়িতেই এই গাছ দেখতে পাওয়া যায়।তবে এই গাছগুলো লাগানোর সঠিক স্থান জেনে নেওয়া প্রয়োজন।
১. সর্ব প্রথম যেই গাছটি বাড়িতে রাখতে হবে তা হল তুলসী গাছ। তুলসী গাছ বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে রাখতে হবে। এ ভাবে রাখলে কোনও কুনজর আপনার ক্ষতি করতে পারবে না। তবে আপনি বাড়ির প্রবেশের দুই দিকেই তুলসীর ঝাড় লাগাতে পারেন।
২. বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ থাকা খুবই ভালো। আর এই মানিপ্ল্যান্ট গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগালে বাড়িতে আর্থিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তা কুনজর থেকেও বাঁচাতে সাহায্য করে। তবে এই গাছ মাটিতে না লাগালে টবের মাটিতে বা জলে লাগাতে পারেন।
৩. জুঁই গাছ বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হবে। জুঁই গাছ যে কোনো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও যেমন সাহায্য করে ঠিক তেমনই সংসারে কোনও কুনজর পড়তে দেয় না। এ ছাড়া এই গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকে।
আরো পড়ুন :- আগামী ৪ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতকদের, বৃহস্পতির সৌজন্যে পাল্টাবে ভাগ্য
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)