Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু ধর্মে হরিয়ালি অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ২০২৩ সালের ১৭ জুলাই হরিয়ালি অমাবস্যা পালিত হবে। সোমবতী অমাবস্যাও বলা হবে দিনটাকে, কারণ এই অমাবস্যা সোমবার পড়েছে। অমাবস্যার দিনে পিতৃপুরুষ ও দেবতাদের খুশি করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়। আপনি আপনার রাশি অনুসারে গাছ লাগিয়ে পূর্বপুরুষদেরও খুশি করতে পারেন।
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
হরিয়ালি অমাবস্যায় একটি অশ্বত্থ গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এতে ত্রিদেবরা বাস করেন। এছাড়াও শ্রী হরি আমলা বা কলা গাছে বাস করেন, তাই যে কোনও রাশির মানুষ এই গাছ লাগাতে পারেন। তবে রাশি অনুসারে এই গাছ গুলি লাগাতে পারেন —
মেষ: আমলা বা আমলকী
বৃষ : জাম
মিথুন: চম্পা
কর্কট: অশ্বত্থ
সিংহ: বটগাছ বা অশোক
কন্যা: শিবের প্রিয় লতা গাছ, জুই গাছ
তুলা: অর্জুন বা নাগকেশর
বৃশ্চিক: নিম গাছ
ধনু: কানের গাছ (কোলোকেসিয়া )
মকর: শমী গাছ
কুম্ভ: কদম্ব বা আম গাছ
মীন: বরই গাছ
এই রাশি গুলি নয়টি গ্রহকে খুশি করার জন্য এই গাছ গুলি লাগাতে পারেন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)