Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আজ কৌশিকী অমাবস্যা , হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে। এমনকি এই কৌশিকী অমাবস্যার বিশেষ গুন ও রয়েছে। এই কারণেই সাধকরা এই অমাবস্যাকে সাধনার জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করেন। এই কৌশিকী অমাবস্যার দিন লাখ লাখ মানুষ তারাপীঠে হাজির হন। যাতে করে জীবনে সুখে শান্তিতে বাঁচার জন্য মায়ের আশীবার্দ লাভ করা যায়।
আজ অথাৎ সোমবার কৌশিকী অমাবস্যা সকাল ৭:০৭ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে আর তা চলবে আগামীকাল অথাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। কিন্তু আজকের রাত খুবই গুরুত্বপূর্ণ আজকের রাতেই মানুষ তার জীবনে নানা নিয়ম পালনের মাধ্যমে জীবনে সুখ – শান্তি ও উন্নতি আনতে পারবে। তবে চলুন আজ রাতে কি কি নিয়ম পালন করতে পারেন আপনি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- সেপ্টেম্বর মাসে কোন রাশির আর্থিক অবস্থা কেমন যেতে পারে দেখুন
১. এই কৌশিকী অমাবস্যার রাতে মায়ের (মা তারা / মা কালী ) পায়ে লাল জবা ও সিঁদুর অর্পণ করুন। এরই সাথে ভক্তিভরে মায়ের পুজো করুন আর আপনার মনোস্কামনা জানান।
২. এই কৌশিকী অমাবস্যার রাতে কুয়োতে বা পুকুরে বা নদীতে এক চামচ মধু দান করুন , জীবনে দুঃখ দূর হয়ে সৌভাগ্য ফিরবে।
৩. আজ রাতে অথাৎ সন্ধ্যার পরে মাছকে খাবার দান করুন , আটা জাতীয় খাবার সবচেয়ে ভালো হবে। এই খাবার দানের মাধ্যমে আপনার মনোস্কামনা পূর্ণ হবে।
৪. আজ রাতে বাড়ির প্রধান দরজার সামনে আর পারলে বাড়ির বাকি দরজার সামনে প্রদীপ জ্বালান , এতে পরিবারের সার্বিক উন্নতি হবে।
৫. আজ রাতে মায়ের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে আপনার মনোস্কামনা বলুন। তবে আজ রাতে বেশি অন্ধকার জায়গায় যাবেন না।
৬. আজ নিরামিষ আহার গ্রহণ করুন , ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না।
৭. আজ পরিবারে গর্ভবতী মহিলা থাকলে তার রাতে বাড়ির বাইরে বেরোনো নিষেধ , একদিনের জন্য সাবধানতা অবলম্বন করুন।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)