আজ গণেশ চতুর্থীর দিন ভুলেও আকাশের দিকে তাকাবেন না , জীবনে আসতে পারে চরম অভিশাপ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার আজই সারা দেশ জুড়ে ধুমধাম পালিত হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশ শুরু হয়েছে গণেশ পুজো। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দু শাস্ত্র মতে এই দিনটিই ভগবান শ্রী গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এই গণেশ পুজোর দিন আকাশের দিকে তাকিয়ে ভুলেও করবেন না এই কাজ। তাহলেই জীবনে নেমে আসতে পারে চরম দুর্দশা।

আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান

গণেশ চতুর্থীর দিন চাঁদের দিকে তাকালে ঘোর অমঙ্গল হতে পারে এবং এই দিন চাঁদের দিকে তাকালে জীবনে নেমে আসতে পারে চরম অভিশাপ। তাই এইদিন আকাশে চাঁদের দিকে ভুলেও তাকাবেন না। জ্যোতিষ শাস্ত্র মতে, গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখলে দুর্ভোগের মুখে পড়তে হয় মানুষকে । তাই এই দিনটিতে নিজের এবং নিজের পরিবারের বিপদ এড়াতে ভুলেও করবেন না এই কাজ। তবে এইদিন চাঁদ দেখতে না বলার পিছনে রয়েছে কারণ।

niladri misra

মাতা -পিতার আদেশে সবার আগে গণেশই ত্রিলোক পরিক্রমা করেছিল। তাই দুর্গা খুশি হয়ে বলেছিলেন গণেশের পুজোই প্রথম করা হবে । তার পরেই সমস্ত দেবতাদের উপাসনা হবে।

হিন্দু শাস্ত্রে কথিত রয়েছে , গণেশকে দেখে চাঁদ  হেসেছিলেন , কারণ গণেশকে সাধারণ দেবতাদের মতো দেখতে নয় তাই । কারণ চাঁদ তখন নিজের সৌন্দর্যে গর্বিত ছিলেন। অন্যান্য দেব-দেবীদের মতো চন্দ্র গণেশের উপাসনা না করায় গণেশ রেগে চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে তুমি কালো হয়ে যাবে। তার পর চন্দ্র নিজের ভুল বুঝতে পেরে বারংবার গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু ক্ষমা প্রার্থনা করার ফলে গণেশ তাঁকে মুক্তি দিলেও একটি সময়চক্র তৈরী করে দেন। যার ফলে ১৫ দিন অন্তর অন্তর চন্দ্রকে একবার সম্পূর্ণরুপে দেখা যাবে এবং একবার করে অদৃশ্য থাকবেন। এই কারণেই শাস্ত্র মতে এই গণেশ চতুর্থীর দিন চাঁদকে দেখতে মানা করা হয়েছে। নয়তো কোনো মানুষের জীবনে নেমে আসতে পারে চাঁদের মতোই অভিশাপ।

আরো পড়ুন :- বাস্তুকে ত্রুটিমুক্ত রাখতে এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য করুন এই সহজ কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন