আজ গণেশ চতুর্থীর সকালে মন শান্তির জন্য এই বিশেষ ভজন গানটি রইলো , শুনুন

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- আজ গণেশ চতুর্থী আজকের দিনটি খুবই শুভ , আজ মহারাষ্ট্রে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়ে থাকে , যেমনটা দুর্গাপুজো বাংলায় পালন করা হয়ে থাকে তেমন মহারাষ্ট্রেও গণেশ চতুর্থী পালন করা হয়ে থাকে। তবে বর্তমানে শুধু মহারাষ্ট্রে নয় সারা দেশেই গণেশ চতুর্থী ধুমধামের সাথে পালন করা হয়।

হিন্দু শাস্ত্রে সমস্ত্র পুজোর আগে গণেশ পুজো করা হয়ে থাকে। তবে আমাদের দেশে ভগবান গণেশের ভজন খুবই প্রিয়। অনেক মানুষ রয়েছে তাদের সকালের শুরুটা বিভিন্ন ভজন ও ভক্তিমূলক গান দিয়ে শুরু করেন। তবে আজ গণেশ চতুর্থীর দিন আপনার দিনটা এই গণেশের ভজন গীত শুনে শুরু করতে পারেন। নিচে দেওয়া ভিডিও গানটি শুনুন।

Bangla news dunia Desk

মন্তব্য করুন